ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বিয়ের ১২ দিনের মাথায় নূরজাহানের তৃতীয় স্বামীর কাণ্ড

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ০৫ ২০:০৩:৪৩
বিয়ের ১২ দিনের মাথায় নূরজাহানের তৃতীয় স্বামীর কাণ্ড

নূরজাহানের এটি তৃতীয় বিয়ে এবং শাহিনের দ্বিতীয়। প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি হলে নূরজাহান দ্বিতীয় বিয়ে করেন। এ ঘরে তার একটি ছেলে সন্তান জন্ম নেয়। বেশ ক’বছর আগে নূরজাহানের দ্বিতীয় স্বামী মা’রা যান। এরপর নূরজাহান একাই ছিলেন। বিয়ের পর ক’দিন তাদের ভালই চলছিল। কিন্তু এর মধ্যেই হঠাৎ কি ঘটলো দুই প্রেমিক যুগলের মাঝে? যার কারণে বিয়ের মাত্র ১২ দিনের মাথায় প্রেমিক থেকে স্বামী হওয়া শাহিন হোসেন তার প্রিয়তমা স্ত্রী নূরজাহানের গলা কেটে রক্তে হাত রাঙালো? এর সঠিক উত্তর এখনও জানা যায়নি। নূরজাহান বেগম এখন কা’ফনের কাপড়ে ক’বরে চির নিদ্রায় আর শাহিন স্ত্রীকে হ’ত্যার দায়ে বগুড়ার পুলিশী হেফাজতে।

জানা গেছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন শাহিন হোসেন (৩২)। তার বাড়ি বগুড়া সদরের কদিমপাড়া গ্রামে। বাবার নাম দৌলতজ্জামান। নিহত নূরজাহান (৪৩) বগুড়া শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃ’ত সাবাশ সাকিদারের মেয়ে।

বিয়ের পর বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা দীঘির পাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন তারা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কোন এক সময় শাহিন তার স্ত্রী নূরজাহানকে গলা কেটে হ’ত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়ে যান। এরপর রাত ১০টার পর স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ গিয়ে নূরজাহানের গলা কাটা লা’শ উদ্ধার করে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে