ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

রেলস্টেশনের সেই রানুকে যে প্রস্তাব দিলেন সালমান খান, ভিডিওসহ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ০৫ ১৬:৪৭:৫৬
রেলস্টেশনের সেই রানুকে যে প্রস্তাব দিলেন সালমান খান, ভিডিওসহ

রানু মণ্ডলের গাওয়া লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নাগমা’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর খুলে যায় ভাগ্য। রাতারাতি তারকা বনে যান স্টেশনের রানু। ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি কাহানি’র পর ‘আদত’ ও ‘আশিকি ম্যায় তেরি’ নামে আরো দুটি গান রেকর্ড করেছেন রানু।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, রানুর ‘তেরি মেরি কাহানি’ এরই মধ্যে মধ্যে সুপারহিট। সেই গান শুনেছেন সুপারস্টার সালমান খানও। শুধু তা-ই নয়, নিজে শুনেছেন, শুনিয়েছেন বন্ধু-বান্ধব ও সহকর্মীদেরও। রানুর গান শুনে আবেগাপ্লুত ভাইজান।

হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গাওয়ার পর আরো এক বলিউডি গায়কের সঙ্গে গান গেয়েছেন রানাঘাটের রানু। তিনি হলেন ইন্ডিয়ান আইডলের দশম মৌসুম বিজয়ী সালমান আলি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই গানের ভিডিও পোস্টও করেন সালমান আলি।

কলকাতার রানাঘাট রেলস্টেশনের ভবঘুরে গায়িকা থেকে সোজা জাতীয় পর্যায়ের গায়িকা বনে গেছেন রানু মণ্ডল। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে ভাইরাল রানুকে এখন ভারতবাসী তো বটেই, উপমহাদেশের অসংখ্য মানুষ চেনেন। তাঁকে নিয়ে নেট দুনিয়ায় জল্পনার শেষ নেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে