ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

এবার রানুকে নিয়ে মুখ খুললেন লতা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ০৩ ১৮:৪৭:০৮
এবার রানুকে নিয়ে মুখ খুললেন লতা

সম্প্রতি লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান ‘এক পেয়ার কা নাগমা’ গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন রানু মন্ডল। এরই মধ্যে ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সাথে ‘তেরি মেরি কাহানি’ ‘আদত’ ও ‘আশিকি ম্যায় তেরি’ গান রেকর্ড করেছেন রানু। পাচ্ছেন একের পর এক প্রস্তাব।

ইন্ডিয়ে টিভির অনলাইন সংস্কারণ এক প্রতিবেদনে জানিয়েছে, অবশেষে রানুকে নিয়ে মুখ খুললেন লতা মঙ্গেশকর।

বার্তা সংস্থা (আইএএনএসকে) দেওয়া সাক্ষাৎকারে রানু প্রসঙ্গে লতা বলেছেন, ‘যদি কেউ আমার নাম থেকে লাভবান হয়,কাজ পায় তবে নিজেকে সৌভাগ্যবান মনে করি।

লতা বলেন, কিন্তু আমি মনে করি অনুকরণ শিল্প নয় আর তা দীর্ঘস্থায়ী হতে পারে না। বহু উঠতি গায়ক আমার বা কিশোরদা (কুমার) বা (মোহাম্মদ) রফি সাহেব বা মুকেশ ভাইয়া বা আশার (ভোঁসলে) গান গেয়ে সাময়িকভাবে মনোযোগ কেড়েছে, কিন্তু শেষ পর্যন্ত টেকেনি।

তিনি আরো বলেন, অনেক ছেলে মেয়েই আমার গান খুব সুন্দর করে গায়। কিন্তু সাফল্যের প্রথম ঝলক ছাড়া কজনকে মানুষ মনে রেখেছে? আমার তো সুধু সুনীধি চৌহান ও শ্রেয়া ঘোষালের কথাই মনে পড়ে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে