ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

অবশেষে মমতার লোকাল বাসে চড়লো ২ কোটি দর্শক

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ০৩ ১৩:১৮:১৬
অবশেষে মমতার লোকাল বাসে চড়লো ২ কোটি দর্শক

যৌথভাবে গানটির কথা লিখেছেন লুৎফর হাসান ও গোলাম রাব্বানী। সুর করেছেন লুৎফর হাসান ও প্রিতম হাসান। সংগীতায়োজনে ছিলেন প্রীতম হাসান। র‌্যাপ গেয়েছেন শাফায়াত হোসেন। গানটি গেয়েছেন মমতাজ।

গানটির সুরকার লুৎফর হাসান বলেন, ‘গানচিল মিউজিক থেকে প্রকাশিত এই গানের শ্রোতা দুই কোটি পেরিয়েছে। আমরা ইতিহাস লিখতে এসেছিলাম। শুধুই আকাশ বাতাসে হিট হয়েছে, তাই না, শুধু ভিউ হয়েছে তাই না, বাংলা গানের বৈচিত্র্যের খেলায় একটা বড় গুটি লোকাল বাস। দর্শকদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।’

‘লোকাল বাস’-এর ভিডিও নির্মাণ করেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন অদিত রহমান, সৌমিক আহমেদ, মুমতাহিনা চৌধুরী টয়া, সাফায়েত হোসাইন, প্রীতম হাসানসহ অনেকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে