ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

মা এখন বিশাল সেলিব্রেটি, দীর্ঘ ৮ বছর পর দেখা করতে এলেন মেয়ে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ৩০ ২২:৫২:২৮
মা এখন বিশাল সেলিব্রেটি, দীর্ঘ ৮ বছর পর দেখা করতে এলেন মেয়ে

সম্প্রতি রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান প্যার কা নাগমা… গেয়ে ভাইরাল হন রানু মণ্ডল। ওই গানের পর সোজা মুম্বইতে পাড়ি দেন রানু। সেখানে গিয়ে প্রথমে একটি টেলিভিশন শো, তারপর হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ড করেন রানু মণ্ডল।

যা ফের ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মুম্বই থেকে ফেরার পর আচমকাই রানাঘাটে রানুর সঙ্গে দেখা করতে হাজির হন তার মেয়ে স্বাতী।

অথচ গত ৮ বছর একা একাই ভিখারীর জীবন কেটেছে রানুর। আজ গান ও সামাজিক মাধ্যমের কল্যাণেই যেন জীবনের নতুন অধ্যায় খুলেছেন রানু।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে