ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সেই নারী ব্যাংকারকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! (ভিডিও)

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ৩০ ১৬:০৪:৪৪
সেই নারী ব্যাংকারকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! (ভিডিও)

প্রাইম ব্যাংকের উত্তরার জসীমউদ্দীন রোড শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এই মৃ’ত্যু ব্যথিত করেছে বহু মানুষকে। তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন অনেকে। জানা গেছে, ওপেন হার্ট সার্জারি হয়েছিল গওহর জাহানের। এমন নাজুক শারীরিক অবস্থা নিয়েও ব্যাংকে নিয়মিত কাজ করছিলেন তিনি। গওহরের নিজের কোনো বাড়িঘর ছিল না। থাকতেন ভাইয়ের বাড়িতে।

গওহর জাহানের ভাই মো. মারুফ নাওয়াজ বলেন, ওপেন হা’র্ট সা’র্জারি হয়েছিল গওহরের। এ কথা শুনলে পাত্রপক্ষ পিছিয়ে যেত। তাই কখনো বিয়ে করবেন না বলে সিদ্ধান্ত নেয় আমার বোন।

তিনি বলেন, বিয়ে করেননি বলে নিজেকে মাদার তেরেসার সঙ্গে মেলাতেন। বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন গওহর। দিনে রাতে যে কারো কোনো বিপদে ছুটে যেতেন। গওহরের সহায়তায় একাধিক এতিম ছাত্র কোরআনে হাফেজ হয়েছেন। অনেককে লেখাপড়া করিয়েছেন।

খেলাটি লাইভ দেখতেএখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে