ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রয়াত হুসেইন মুহম্ম'দ এরশাদের আসনে লড়বেন মেহেজেবুন নেছা টুম্পা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ২৯ ১২:৩৯:১৭
প্রয়াত হুসেইন মুহম্ম'দ এরশাদের আসনে লড়বেন মেহেজেবুন নেছা টুম্পা

বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টির বনানীর কার্যালয় থেকে মেহেজেবুনের বড় ভাই ও দলের সংসদ সদস্য আজিজুর রহমান বোনের পক্ষে ফরম সংগ্রহ করেন।

এরশাদের বোন মেরিনা গত সংসদে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য ছিলেন। মেহেজেবুন নেছা মেরিনা রহমানের মেয়ে। মেহেজেবুনের বাবা আসাদুর রহমানও সংসদ সদস্য ছিলেন।

জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত রংপুরের উপ-নির্বাচনের জন্য এ পর্যন্ত তিনটি ফরম বিক্রি হয়েছে। অন্য দু’টি ফরম নিয়েছেন, পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ফখর উজ জামান জাহাঙ্গীর ও এস এম ইয়াসির।

উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জুলাই মারা গেলে ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। শূন্য ঘোষণার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে রংপুর-৩ সদর আসনে নির্বাচন করবে নির্বাচন কমিশন। সুত্রঃ বাংলায় নিউজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে