ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এ কেমন ভদ্রতা, সমালোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ২৩ ১১:৫৯:৩৫
এ কেমন ভদ্রতা, সমালোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

সেই ছবিতে দেখা যায়, ম্যাঁক্রনের সঙ্গে আলাপকালে বরিস জনসন একটি পা টেবিলের ওপর উঠিয়ে কথা বলছেন। তবে বিবিসির খবর বলছে- এ সময় তিনি ম্যাঁক্রনের সঙ্গে মজা করছিলেন।

এদিকে এক মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম বিদেশ সফরে প্রতিবেশী ফ্রান্সে গেলেন জনসন। এলিসি প্রাসাদ এক বিবৃতিতে বলেছেন, ‘দুই নেতার আলোচনা ছিল গঠনমূলক ও পূরিপূর্ণ।’

তবে দুই দেশেরই লোকজন বলছেন যে, পা উঠিয়ে কথা বলার মাধ্যমে ম্যাঁক্রনকে তাচ্ছিল্য করেছেন বরিস জনসন। ভিডিওতে দেখা গেছে, বরিস জনসন একটি কৌতুকের জবাব দিচ্ছিলেন। যে কারণে তিনি হালকা মেজাজে ছিলেন তখন।

এ ব্যাপারে এক ব্রিটিশ নাগরিক বলেন, ‘আচার-আচরণে বরিস জনসন ভালো না। ভেবে দেখেন, যদি বিদেশি কোনো প্রধানমন্ত্রী বাকিংহাম প্রাসাদে এসে এমন আচরণ করতেন, তখন ব্রিটিশ ট্যাবলয়েডগুলো কতটা ক্ষোভ প্রকাশ করত।’

এ সময় অন্য আরেকজন বলেন, ‘এটনে তারা পরিষ্কারভাবে কোনো ভালো ব্যবহার শিক্ষা দিচ্ছেন না।’ এক ফরাসি বলেন, ‘আমি অবাক হই- ব্রিটিশ রানি এটি কীভাবে নেবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে