ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বিয়ের গেটে টাকা নিয়ে বরের মাথা ফাটিয়ে দিলো কনেপক্ষ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ২৩ ০১:১৯:১৬
বিয়ের গেটে টাকা নিয়ে বরের মাথা ফাটিয়ে দিলো কনেপক্ষ

স্থানীয় সূত্র জানায়, উপজে'লার মধুপুর ইউপির কাজিপাড়া গ্রামের মহুবুল ইস'লামের ছেলে সাহান বাদশাহর সঙ্গে সাকোয়াপাড়া গ্রামের আইয়ুব আলির মেয়ে আয়েশা খাতুনের বিয়ে হয়। গত বুধবার ছিল কনে বিদায়ের অনুষ্ঠান। ছেলেপক্ষ মেয়ের বাড়িতে কনে আনতে গেলে গেটে টাকা দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে মেয়েপক্ষের লোকজন লা'ঠিসোঁটা নিয়ে ছেলেপক্ষের ওপর হা'মলা করে। এতে করে বর সাহান বাদশাহর মাথা ফেটে যায়। আরও কয়েকজন আ'হত হয়। খবর পেয়ে পু'লিশ ঘটনাস্থলে গিয়ে আ'হতদের উ'দ্ধার ও ছেলের বাবা মহুবুল ইস'লামকে অব'রুদ্ধ অবস্থা হতে মুক্ত করে।

আ'হত অবস্থায় তাদের বদরগঞ্জ উপজে'লা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সাহান বাদশাহকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানা পু'লিশের ওসি আরিফ আলি বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে আ'হতদের উ'দ্ধার করে হাসপাতালে ভর্তি করে পু'লিশ। ত'দন্ত করে দোষীদের বি'রুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে