ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ভেড়ার বিনিময়ে বউকে তুলে দিলেন প্রেমিকের হাতে

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ১৮ ২২:২৫:২১
ভেড়ার বিনিময়ে বউকে তুলে দিলেন প্রেমিকের হাতে

পঞ্চায়েত থেকে বলা হয়, যদি উমেশ তার ভেড়ার পালের অর্ধেকটা রাজেশকে দিতে রাজি হয় তবেই সীমা তার সঙ্গে থাকতে পারবে।

এমন প্রস্তাবে রাজি হয়ে যান উমেশ। অন্যদিকে সীমার স্বামীও খুশি মনে ৭১ টি ভেড়ার পরিবর্তে স্ত্রীকে ছেড়ে দিতে সম্মত হন। পঞ্চায়েতের এই সিদ্ধান্তে তিনজনই বেশ খুশি হয় বলে জানা যায়।

কিন্তু এই ঘটনায় খুশি হতে পারেননি উমেশের বাবা ও তার পরিবার৷ সীমার বদলে এতগুলো দামি ভেড়া রাজেশকে দিয়ে দেয়ার প্রস্তাব মেনে নিতে পারছেন না তারা৷ এরই মধ্যে থানায় মামলাও করেছেন তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে