চাঁদার টাকায় এরশাদের ‘চল্লিশা’

শনিবার (১৭ আগস্ট) জাপার বনানীর কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের যৌথ সভায় এ চাঁদা নির্ধারণ করা হয় বলে বৈঠকে উপস্থিত দায়িত্বশীল এক সূত্রে জানা গেছে। বৈঠকে ৫৫ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ১৫ জন এবং ২২ জন এমপির মধ্যে ৫ জন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এরশাদের প্রেস সেক্রেটারি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেন, ‘পার্টির ফান্ডে টাকা থাকতেও পারে, নাও পারে। তবে বৈঠকে পার্টির প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য ও এমপির এক লাখ টাকা চাঁদা নির্ধারণ করা হয়েছে। যে পারবে সে দেবে। আর যে পারবে না সে দেবে না।’
তিনি আরও বলেন, ‘বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রমও পার্টির সদস্যদের চাঁদার টাকায় চলেছে। তবে এবারের চাঁদার টাকা শুধুমাত্র ঢাকা ও রংপুরের গণভোজ আয়োজনে ব্যয় হবে। কিন্তু পার্টির পক্ষে দেশের অন্যান্য জেলাগুলোর গণভোজের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।’
এদিকে বৈঠকে উপস্থিত দায়িত্বশীল সূত্র জানায়, এরশাদের শূন্য আসনে উপনির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়। আলোচনায় শূন্য আসনে মনোনয়নের জন্য শাদ এরশাদের নামটি উঠে আসে। এছাড়া বৈঠকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে জি এম কাদেরের নাম প্রস্তাব করা হয়। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এছাড়াও দায়িত্বশীল সূত্র জানায়, টাকার অভাবে এরশাদের শেষ দিকের চিকিৎসাও বাধাগ্রস্থ হয়েছে।
এর আগে বৈঠকের পর দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘আগামী ২৩ আগস্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর চল্লিশ দিন অতিবাহিত হবে। ওই দিন হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী। আর এই দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। তাই ২৩ আগস্টের পরিবর্তে আমরা ৩১ আগস্ট হুসেইন মুহাম্মদ এরশাদের চল্লিশা পালন করব। ’
মসিউর রহমান রাঙ্গাঁ আরও বলেন, ‘বিরোধী দলীয় নেতা এবং রংপুর-০৩ আসনের উপনির্বাচনের প্রার্থী নির্ধারণ দলের গঠনতন্ত্র অনুযায়ী হবে। ’ সুত্রঃ সারাবাংলা
সারাদেশ - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদি আরবে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা
- দুই দিনে ঈদের সাত সিনেমার আয়: রেকর্ড গড়লো বরবাদ
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)
- দেখা গেছে চাঁদ: সৌদি আরবে ঈদের জামাতের সময় সূচি ঘোষণা
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)
- আমিরাতে ঈদের জামাতের সময়সূচি: এক নতুন আনন্দের সূচনা
- বক্স অফিস আপডেট: রেকর্ড আয় বরবাদ ও সিকান্দার সিনেমার
- বরবাদ, জংলি ও দাগী মুভির চতুর্থ দিনের কালেকশন
- মালয়েশিয়ার ঈদুল ফিতরের দিনক্ষণ চূড়ান্ত, অপেক্ষায় সৌদি আরব
- শাকিব খানের ‘বরবাদ’: আয়ের নতুন রেকর্ড
- সৌদিতে ঈদ হতে পারে যে দিন
- ৩১ নাকি ০১: বাংলাদেশে ঈদুল ফিতর দিনক্ষণ জানালো আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র
- তৃতীয় দিনে রেকর্ড আয় বরবাদের
- শুল্ক ঘোষণার সময় বাংলাদেশ কে নিয়ে একটি অবিশ্বাস্য কথা বলেছেন ট্রাম্প
- বক্স অফিস কালেকশন: সালমান খানের ‘সিকান্দার’ সিনেমার প্রথম দিনের আয়