জন্তুর মতো খাঁচাবন্দি কাশ্মীরিরা
![জন্তুর মতো খাঁচাবন্দি কাশ্মীরিরা](https://www.24updatenews.com/thum/article_images/2019/08/16/shikol-24updateenws.jpg&w=315&h=195)
ওই চিঠিতে তিনি বলেন, কাশ্মীরের লোকজন জন্তুর মতো খাঁচাবন্দি হয়ে পড়েছেন। তাদের মৌলিক অধিকারও কেড়ে নেয়া হয়েছে। প্রায় ১২ দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে কাশ্মীর। বাইরের দুনিয়া এমনকি, কাশ্মীরে বসবাসরতদের মধ্যেও যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সেখানে মোবাইল এবং ইন্টারনেট সেবাও বন্ধ রয়েছে।
ঈদ উপলক্ষে কারফিউ শিথিল করা হলেও সেখানকার মূলধারার রাজনৈতিক নেতাদের এখনও মুক্তি দেয়া হয়নি। এদের মধ্যে দুই সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহও রয়েছেন।
অমিত শাহকে লেখা এক চিঠিতে মেহবুবা মুফতির মেয়ে বলেন, আজ যখন সারাদেশ স্বাধীনতা উদযাপন করছে তখন কাশ্মীরা জন্তুর মতো খাঁচাবন্দি রয়েছেন। তাদের মৌলিক অধিকার কেড়ে নেয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা ওই চিঠিতে নিজের গৃহবন্দি হওয়ার কারণ জানতে চেয়েছেন ইলতিজা জাভেদ। তিনি লিখেছেন, তিনি সংবাদপত্রে যে সাক্ষাৎকার দিয়েছিলেন তার জন্যই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা। তাকে হুমকিও দেয়া হচ্ছে যে, কাশ্মীর নিয়ে ফের মুখ খুললে পরিণতি আরও খারাপ হবে।
গৃহবন্দি হওয়ার পর এ পর্যন্ত দুটি অডিওবার্তা প্রকাশ করেছেন ইলতিজা জাভেদ। এর আগে গত ৬ আগস্ট এনডিটিভির কাছে ইলতিজা জাভেদ অভিযোগ করে বলেন, মেহবুবা মুফতিকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। তার সঙ্গে কাউকেই সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না।
তিনি বলেন, আমার মাকে সোমবার নিয়ে যাওয়া হয়। তারপর তাকে হরি নিবাস নামের একটি সরকারি গেস্ট হাউজে আটকে রাখা হয়েছে। তার সঙ্গে আমাদের যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। তাকে দেখতে যাওয়ারও অনুমতি দেয়া হচ্ছে না। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার আগেই গত ৪ আগস্ট গৃহবন্দি করা হয় মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহকে। পরের দিন তাদের গ্রেফতার করা হয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- বিপিএল মাতিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছেন দুই জন
- ১৪৪ ধারা জারি
- সমন্বয়ক সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- এক ম্যাচের জন্য যত টাকা নিলেন রাসেল-জেমস ভিন্স-টিম ডেভিড
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আহত সারজিস আলম
- বিপিএলের ৮ ম্যাচে ফিক্সিং সন্দেহ, ফিক্সিংয়ে সন্দেহভাজন ক্রিকেটারদের তালিকা প্রকাশ
- ফরচুন বরিশালের একাদশ
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুরের পর আজহারী স্ট্যাটাস
- গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ সাকিব
- বিপিএল ফাইনাল ম্যাচের সময় সূচি
- ফাইনাল ম্যাচের জন্য ফরচুন বরিশালের একাদশ
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট
- কোয়ালিফায়ার ম্যাচের জন্য খুলনা টাইগার্সের সম্ভাব্য সেরা একাদশ
- ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ডিপজল গ্রেপ্তার