ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কাশ্মীর নিয়ে ভারত সরকারকে হুঁশিয়ারি মমতার

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ১৬ ১৫:১১:০৬
কাশ্মীর নিয়ে ভারত সরকারকে হুঁশিয়ারি মমতার

‘বন্দুক দিয়ে কোনো সমস্যার সমাধান হয়না। সমস্যার সমাধান ইনসানিয়াত, জামহুরিয়াত ও কাশ্মীরীয়াত এই তিনটি নীতি দ্বারা সম্ভব।’ ৫ আগস্ট সংসদে ৩০৭ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজের ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই অধিবেশনের মাঝে কেন্দ্রীয় নীতির বিরোধিতায় কক্ষ ত্যাগ করেন তৃণমূল সাংসদরা। তার আগের দিনই আটক করা হয় তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি-সহ বিরোধী নেতাদের। পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে কাশ্মীরে কার্যত কারফিউ জারি করা হয়।

জম্মু ও কাশ্মীরে ঈদের নামাজ ও স্বাধীনতা দিবস পালনেও বজায় থেকেছে নিরাপত্তাবাহিনীর কড়াকড়ি। এছাড়া উপত্যকায় টেলি ও ইন্টারনেট যোগাযোগ না থাকায় গোটা দেশ তথা বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। এ হেন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনায় মুখর হয়েছেন বিরোধী নেতৃবৃন্দ। জম্মু ও কাশ্মীর সমস্যা নিয়ে এর আগেও কেন্দ্রকে কাঠগড়ায় তোলার নজির রেখেছেন মমতা। এদিন তারই পুনরাবৃত্তি ঘটেছে টুইটারে।

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ