ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কাশ্মীর সীমান্তে আবারও তুমুল গোলাগুলি, পাকিস্তান-ভারতের সেনা হতাহতের দাবি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ১৬ ১০:১৫:০৯
কাশ্মীর সীমান্তে আবারও তুমুল গোলাগুলি, পাকিস্তান-ভারতের সেনা হতাহতের দাবি

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বৃহস্পতিবার কাশ্মীর সীমান্তরেখার লাইন অব কন্ট্রোল (এলওসি) ভারতীয় সেনারা গুলিবর্ষণ শুরু করলে পাল্টা জবাব দেয় তারা। ওই সময় ভারতের ৫ সেনা সদস্য নিহত হয়।

এছাড়া আরও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে জানিয়েছে কাশ্মীর পুলিশ।

পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর নিহত পাকিস্তানি সেনা সদস্যদের ছবিসহ একটি সংক্ষিপ্ত বিবৃতি টুইট করেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওই টুইট পোস্ট করার সময়ও থেমে থেমে এলওসি এলাকা বরাবর গোলাগুলি চলছে বলে জানান তিনি।

তবে পাকিস্তানের ওই দাবিকে ‘ভিত্তিহীন’ এবং ‘কাল্পনিক’ বলে প্রত্যাখান করেছে ভারতীয় সেনাবাহিনী। তারা বলছে, এলওসি’র উরি ও রাজৌরিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ৩ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। কিন্তু ভারতের কোনো সেনা সদস্য মারা যায়নি।

এর আগে পাকিস্তান অভিযোগ করেছিল, জম্মু কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতি থেকে মনোযোগ সরাতেই ভারতীয় সেনাবাহিনী এলওসি’তে গুলিবর্ষণ করছে।

সীমান্তে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে