ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে এসে মারা গেলেন নিজেই

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ১৬ ০০:৩৬:১৫
ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে এসে মারা গেলেন নিজেই

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তপন কুমার মন্ডল নামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই সহকারী চিকিৎসক।

জানা যায়, রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কদিন আগে মাদারীপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় স্থানান্তর করা হয় চিকিৎসক তপন কুমার মন্ডলকে। ঢাকায় স্থানান্তরের পর তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১০ নম্বর অঞ্চলের শ্যামপুর ও জুরাইন এলাকার ডেঙ্গু রোগীদের চিকিৎসার দায়িত্ব পালন করছিলেন।

ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে গিয়ে দায়িত্বরত অবস্থায় গত চার দিন আগে নিজেই আক্রান্ত হন ডেঙ্গু জ্বরে। এরপর তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে