ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এবার পাক অধিকৃত কাশ্মীরের দখল নিতে চায় বিজেপি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ১৫ ১৯:৩৬:২৮
এবার পাক অধিকৃত কাশ্মীরের দখল নিতে চায় বিজেপি

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর কাশ্মীর পুরোপুরিভাবে ভারতভুক্ত হয়েছে। সংসদে এবার দাবি উঠেছে, পাক অধিকৃত কাশ্মীরও ভারতের নিয়ন্ত্রণে আনতে হবে।

তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীরের মানুষ পরাধীন জীবন যাপন করছে। তাদের ভারতীয় নাগরিকত্ব দিয়ে স্বাধীনতার স্বাদ দেওয়া খুব জরুরি।

বৃহস্পতিবার লালকেল্লা থেকে জাতির উদ্দেশে স্বাধীনতা দিবসের এক ভাষণে মোদি বলেন, এতদিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল হলো। দিলীপ ঘোষ মন্তব্য করলেও পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি কেন্দ্র।

এদিকে কাশ্মীরের ওপর থেকে ভারত বিশেষ মর্যাদা তুলে নেয়ায় কাশ্মীরের স্বাধীনতার জন্য যত দূর যেতে হয় যাবে বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান। এবার অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীরিদের উদ্দেশে তিনি বলেন, কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সব আন্তর্জাতিক ফোরামে কাশ্মীরের সমস্যার কথা তুলে ধরতে চান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে