ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

ঘুম থেকে উঠলেই প্রিয়াঙ্কার কী' দেখেন নিক, বললেন নায়িকা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ১৩ ১৭:০৭:৪৪
ঘুম থেকে উঠলেই প্রিয়াঙ্কার কী' দেখেন নিক, বললেন নায়িকা

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, স্বামী নিক জোনাস তাঁর কাছে সর্বদাই ‘চরম আকর্ষণীয়’। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই প্রথমে প্রিয়াঙ্কার মুখের দিকে তাকান নিক।

হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, এন্টারটেইনমেন্ট টুনাইট অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তাঁর ‘সকালবেলার ভালোবাসা’ স'ম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

সকালে ঘুম থেকে উঠলেই প্রিয়াঙ্কার মুখের দিকে তাকিয়ে থাকেন নিক। সাবেক বিশ্বসুন্দরী বলেন, “এটা সত্যিই বির'ক্তিকর। কিন্তু আমি যখন ঘুম থেকে উঠি, তখন সে আমা'র মুখের দিকে তাকিয়ে থাকে। ওকে বলি, ‘এক মিনিট দাঁড়াও। চোখে একটু মাশকারা লাগাতে দাও, একটু ময়েশ্চারাইজার দিতে দাও।’ আমা'র চোখমুখ ঘুমে জড়ানো, কিন্তু সে জাস্ট… এটা দারুণ, সুপার সুইট।”

নিককে ‘পারফেক্ট হাজব্যান্ড’ আখ্যা দিয়ে প্রিয়াঙ্কা বলেন, “স্বামীর কাছ থেকে তো এটাই চায় সবাই। কিন্তু এটা বিব্রতকরও বটে। তবে ও এমন মানুষ, বলে, ‘আমাকে একটু দেখতে দাও, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না।’ আমি কিন্তু অমন নই, মজা করছি না। এটা সত্যিই দারুণ।”

গত ১৮ জুলাই ছিল প্রিয়াঙ্কার ৩৭তম জন্ম'দিন। যুক্তরাষ্ট্রের মায়ামিতে পারিবারিকভাবে বিশেষ দিনটি উদযাপন করেছেন। সেই উদযাপনে যোগ দিয়েছিলেন মা মধু চোপড়া, বোন পরিণীতি চোপড়া। স্ত্রী'র জন্ম'দিনে নিক জমকালো পার্টি দিয়েছিলেন। পাঁচস্তরের লালরঙা জন্ম'দিনের কেকটি নেটিজেনদের নজর কেড়েছিল। অবশ্য এত লম্বা-চওড়া কেক দেখে অন্তর্জালে ব্যঙ্গ-বিদ্রুপও কম হয়নি। নেটিজেনরা বলাবলি করেছেন, এ তো নিকের চেয়েও লম্বা হয়ে গেছে!

নেটিজেনদের বিদ্রুপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রিয়াঙ্কা বলেন, ‘মানুষের মতামত নিয়ে সত্যিই আমি ভাবি না। আমি আসলে নিজের মতো করে চলা মেয়ে। আমি মনে করি, সেও তেমন। এমনকি মানুষ যদি নিকের শরীর নিয়েও কিছু বলে, তবুও। ঈশ্বর আমাদের রক্ষা করুন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে