ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

বাহুবলিকে ছাড়িয়ে যেতে আসছে প্রবাসের নতুন ছবি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ১৩ ১৪:১২:৪২
বাহুবলিকে ছাড়িয়ে যেতে আসছে প্রবাসের নতুন ছবি

যদিও সাহোতে বাহুবলির মতো সময় দিতে নারাজ প্রভাস। গত শনিবার মুম্বাইয়ে সাহোর ট্রেলার লঞ্চের আগে তিনি বলেন, 'আমি আর এই ছবির জন্য আমার জীবনের আরও দুই বছর দিয়ে দিতে রাজি নই, কারণ বাহুবলির জন্য আমি আমার জীবন থেকে চারটি বছর দিয়ে দিয়েছি।'

প্রভাস আরও বলেন, 'এই ছবির জন্য আবুধাবিতে যে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং হয়েছে সেটার জন্যই এক বছর সময় লেগেছে। এর জন্য আমাদের অনেক প্রস্তুতি নিতে হয়েছে, অনুশীলন করতে হয়েছে।'

এরপর থেকে বছরে দু'টি ছবি করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন প্রভাস। তবে সাহোর ট্রেলার বেশ আলোড়ন তুলেছে। বেশি নজর কেড়েছে এর অ্যাকশন সিনগুলো। সব ঠিক থাকলে আগামী ৩০ আগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি। প্রভাসের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন বলিউড সুপারস্টার শ্রদ্ধা কাপুর।

ট্রেলারেই এই জুটিকে হাইভোল্টেজের অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। অ্যাকশন, টান টান উত্তেজনা, ভিএফএক্স-এর কাজ, রোমান্টিক সিন সবই আছে সাহোতে। প্রভাসের ভক্তরা চান তার নতুন ছবি বাহুবলিকেও ছাড়িয়ে যাক।

যদিও সিনেমা বোদ্ধাদের মতে বাহুবলি মহাকাব্যিক কাজ। তাই প্রভাসের পক্ষে বাহুবলিকে অতিক্রম করা কষ্টকরই বটে! এর জন্য অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে