ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

কাশ্মীর ইস্যুতে ভারতের পাঠানো মিষ্টি ফেরত দিলো পাকিস্তান

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ১৩ ১০:৫৫:১২
কাশ্মীর ইস্যুতে ভারতের পাঠানো মিষ্টি ফেরত দিলো পাকিস্তান

কাশ্মীরের উপর থেকে আর্টিকল ৩৭০ তুলে নেওয়ার পর থেকে ভারতের বিরোধীতা করে অসহযোগিতার পথে হাঁটে পাক সরকার৷ দু’দেশের মধ্যে ট্রেন্ট ও বাস চলাচলও বন্ধ করে দেয় ইমরান খানের সরকার৷ বন্ধ করে দেওয়া হয় দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক৷ শুধু তাই নয়, কাশ্মীর ইস্যুতে মোদী সরকারের বিরোধীতা করে ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতকে ফেরত পাঠিয়ে দেয় পাকিস্তান৷ দিল্লি থেকেও পাক রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয় ইমরান খানের সরকার৷

এদিন ঈদ উৎসবেও দুই প্রতিবেশী দেশের সম্প্রতিতেও বাধা হয়ে দাঁড়ায় পাকিস্তান৷ আটারি-ওয়াঘা সীমান্তে নিযুক্ত এক সিনিয়র বিএসএফ অফিসার জানান, ‘সোমবার পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে আমাদের কোনও মিষ্টি দেওয়া নেওয়া হয়নি৷’ সম্প্রতি কাশ্মীর ইস্যুতে দু’দেশের রাজনৈতিক পরিস্থিতি এমনটা সম্ভব হয়নি বলেও জানান তিনি৷ তবে ভারতের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল বলেও জানান বিএসএফ-এর ওই আধিকারিক৷ তিনি বলেন, ‘রবিবারই আমার ঈদের মিষ্টি দেওয়ার প্রস্তাব পাঠিয়েছিলাম৷ কিন্তু পাক রেঞ্জার্সের তা নিতে অস্বীকার করে৷ জানি না তারা কেন এমন করলো।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে