ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের উদ্দেশ্য যা বলল চীন

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০৯ ২১:৪২:১৭
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের উদ্দেশ্য যা বলল চীন

এমনকি, ৩৭০ অনুচ্ছেদের উল্লেখ পর্যন্ত নেই তাদের বার্তায়। চিন সফরে রয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। বেজিং সূত্রে খবর, ৩৭০ ধারা রদ নিয়ে আন্তর্জাতিক মহলে হইচই করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, তাতে চিনকে পাশে পেতেই কুরেশির এই সফর।

কুরেশির বেজিং সফর ঘিরে চিনের তরফে একটি বিবৃতি শুক্রবার সংবাদ মাধ্যমের হাতে তুলে দেওয়া হয়। তাতে শি চিনফিং সরকারের বক্তব্য, ‘‘পাকিস্তান এবং ভারত দুপক্ষকেই আম'রা আহ্বান জানাই যা বিতর্ক আছে, আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে তা মিটিয়ে নিক। কোনও পক্ষেরই উচিত নয়, একতরফা ভাবে কিছু পরিবর্তন করা। সবারই উচিত উত্তে'জনা প্রশমনে সচেষ্ট হওয়া।’’

অর্থাৎ ভারত এবং পাকিস্তান দু’দেশকে একই বন্ধনীতে রেখে বয়ান দিল বেজিং। যদিও পাকিস্তান ভারতের ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়াকে ‘একতরফা’ বলে উল্লেখ করেছিল। চিন অবশ্য আলাদা করে ৩৭০ অনুচ্ছেদের উল্লেখ করেনি।

আগামী ১১ অগস্ট তিন দিনের বেজিং সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একাধিক বৈঠক হওয়ার কথা চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে। ১২ অগস্ট ভারত-চিন চতুর্থ মিডিয়া সামিট ফোরামে যৌথ বিবৃতি দেবেন দুই বিদেশমন্ত্রী। তার আগেই পাক বিদেশমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

৩৭০ অনুচ্ছেদ রদের পর জম্মু কাশ্মীরের চেয়েও বেজিংয়ের বেশি মাথাব্যাথা ভারত-চিন সীমান্তের লাদাখ নিয়ে। ৩৭০ ধারা তুলে নেওয়ায় বিশেষ ম'র্যাদা হারিয়েছে জম্মু-কাশ্মীর। পাশাপাশি জম্মু কাশ্মীর পুনর্গঠন বিলের মাধ্যমে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ আগেই করেছিল চিন। ৫ অগস্ট রাজ্যসভায় ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরের দিনই বেজিংয়ের প্রতিক্রিয়া ছিল, নয়াদিল্লির এই সিদ্ধান্তে চিনের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে