ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্ত পাল্টাতে চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০৯ ১৪:৩৮:৪৩
কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্ত পাল্টাতে চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আজ ৯ আগস্ট শুক্রবার তিনি চীনা নেতাদের সঙ্গে কাশ্মীর সংকট নিয়ে আলোচনায় বসবেন। বেইজিংয়ের উদ্দেশে বিমানে ওঠার আগে কুরাইশি বলেন, ‘ইসলামাবাদের আস্থাভাজন বন্ধু দেশ চীনকে তিনি কাশ্মীর পরিস্থিতি নিয়ে অবহিত করবেন।’

জানা যায়, বেইজিংয়ে তাকে চীনে পাকিস্তানি রাষ্ট্রদূত নাগমানা হাশমি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা স্বাগত জানিয়েছে। অধিকৃত কাশ্মীর সংকট ও দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতিতে কুরাইশির এই সফরকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

এদিকে ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী সরকার কাশ্মীরের সাংবিধানিক বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে।

কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন কেড়ে নেয়ায় ভারতের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে যাবে না পাকিস্তান। কেবল প্রতিবেশী দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের মধ্যেই সীমিত থাকতে চাচ্ছে তারা।

যদিও ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরকে সস্পূর্ণ অচল করে রাখায় হিমালয় অঞ্চলটিতে উত্তেজনা এখনো চরমে। এক বিবৃতিতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে সর্বাত্মক লড়াইয়ের আশঙ্কা দূর করে দিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে কুরাইশি বলেন, ‘পাকিস্তান কোনো সামরিক বিকল্প দেখছে না। পরিস্থিতি মোকাবেলায় তার চেয়ে বরং আমরা রাজনৈতিক, কূটনৈতিক ও আইনি পদক্ষেপগুলোর কথাই বেশি ভাবছি।’

এদিকে গতকাল বৃহস্পতিবার ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের অবসান ঘটাতে কাশ্মীরের স্বায়ত্বশাসন কেড়ে নেয়া জরুরি ছিল।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে