ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

কাশ্মীর দন্দ নিয়ে এবার পাকিস্তানকে শাসালো যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০৮ ১৯:২১:১৪
কাশ্মীর দন্দ নিয়ে এবার পাকিস্তানকে শাসালো যুক্তরাষ্ট্র

গতকাল ৭ আগস্ট বুধবার রাতে মার্কিন সিনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য রবার্ট মেনেন্দেজ এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ইলিয়ট এঞ্জেলের কাশ্মীর ইস্যুতে দেয়া যৌথ বিবৃতিতে এ পরামর্শ দেয়া হয়।

এদিকে বিবৃতিতে তারা বলেন, ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা থেকে পাকিস্তানের দূরে থাকা উচিত। এর মধ্যে যেমন নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করতে জঙ্গিদের সাহায্য করার বিষয়টিও রয়েছে। পাশাপাশি দেশের মাটিতে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত পাকিস্তানের।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে রাজ্যকে দু’টি কেন্দ্র শাসিত এলাকায় ভাগ করেছে কেন্দ্র। তা নিয়ে প্রথম থেকেই ভারতের বিরোধিতা করে আসছিল পাকিস্তান। গত বুধবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়াকে বহিষ্কার করে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন করে দেয় পাকিস্তান। পাশাপাশি কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হওয়ার সিদ্ধান্তও নিয়েছে তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে