ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

বাংলাদেশের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হলো ‘বস’ ও ‘মেসি’, জেনে নিন কত দাম

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০৮ ১৭:৪৩:৩৮
বাংলাদেশের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হলো ‘বস’ ও ‘মেসি’, জেনে নিন কত দাম

বিক্রি হয়েছে সাড়ে ১৭ লাখ টাকায়। রাজধানীর মোহাম্ম'দপুর বেড়িবাঁধ এলাকায় অবস্থিত সাদিক এগ্রো থেকে এসব দামে গরুগুলো বিক্রি হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ইনচার্জ মো. মাইদুল ইস'লাম।

তিনি বলেন, ‘সর্বনিম্ন ৬০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৮ লাখ টাকা দামের গরু রয়েছে আমাদের খামা'রে। গত বছর কোরবানির ঈদে প্রায় ১ হাজার ৩০০টির মতো গবাদিপশু বিক্রি করা হয়েছিল। এবার আড়াই হাজারের মতো গবাদিপশু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘লাইভ ওজন করে বিক্রি করার পাশাপাশি সৌন্দর্য বিবেচনা করেও বিক্রি করা হয় গবাদিপশু। এসব বিবেচনা করে এবার ২০০ কেজি থেকে ৩০০ কেজি ওজনের পশুর দাম প্রতি কেজি ৩৭৫ টাকা, ৪০০ কেজি থেকে ৫০০ কেজি ওজনের জন্য প্রতি কেজি ৪২৫ টাকা ও ৫০০ কেজি থেকে ৬০০ কেজি ওজনের জন্য প্রতি কেজি ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।’

‘বস’ রেকর্ড দামে বিক্রি হয়েছে। মালিকের দাবি- বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি দামে আর গরু বিক্রি হয়নি। এটি গরু বিক্রির রেকর্ড!

গাবতলী পশু হাটের সবচেয়ে বেশি দামের এই গরুটি লালনপালন করেছেন মোহাম্ম'দপুর বেড়িবাঁধ এলাকার সাবিক অ্যাগ্রো খামা'রের মালিক ইম'রান হোসাইন। গরুটি কিনেছেন ইস'লাম গার্মেন্টসের মালিক শাকির আহমেদ। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইস'লামের ভাতিজা। ‘বস’ কিনতে পেরে খুশি শাকির আহমেদ। তিনি বলেন, ‘আল্লাহর রাস্তায় সর্বোচ্চ উৎসর্গ করার জন্য এ ‘বস’ গরুটি কিনেছি। সবাই দোয়া করবেন।’

জানা যায়, ঢাকা ও ঢাকার আশপাশে ২ হাজার ৬৮০টি খামা'র রয়েছে। এসব খামা'রের ১৬ হাজার ৭২৮টি গবাদিপশু কোরবানিযোগ্য। যার মধ্যে ১৪ হাজার ৯৩৭টি ষাঁড়, ১ হাজার ৩৯৩টি বলদ ও প্রায় সাড়ে ৬০০ গাভী। ১ হাজার ১৩৭টি ছাগল, ১৯১টি ভেড়া ও ৪০টির মতো মহিষ রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে