ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কাশ্মীর ইস্যুতে সৌদি যুবরাজকে ইমরানের ফোন, যা বললেন তিনি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০৮ ১৬:২০:২১
কাশ্মীর ইস্যুতে সৌদি যুবরাজকে ইমরানের ফোন, যা বললেন তিনি

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার দুই নেতা কথা বলেন। ফোনালাপে তারা কাশ্মীর পরিস্থিতি এবং এ ঘটনায় কী ধরনের প্রচেষ্টা চলছে তা নিয়ে আলোচনা করেন। কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতিও যুবরাজকে জানান ইমরান খান। খবর পার্সটুডের।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও অন্য শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের পাশাপাশি প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন।

ভারতের সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে ইমরান খান টেলিফোনে কথা বলেন। মালয়েশিয়া ও তুরস্কের দু নেতাই পাকিস্তানের প্রতি সমর্থন দেয়ার আশ্বাস দেন।

এরদোগান আলোচনায় বসার জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে তিনি বলেছেন, কাশ্মীর ইস্যুতে আংকারা ইসলামাবাদকে দৃঢ় সমর্থন দেয়া অব্যাহত রাখবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে