ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কাশ্মীর ইস্যু: ভারতের ৭ রাজ্য ও ১৯ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০৮ ১৩:৫৮:২৫
কাশ্মীর ইস্যু: ভারতের ৭ রাজ্য ও ১৯ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারত সরকার। বুধবার থেকেই এ সতর্কতা জারি করা হয়।

বিস্তারিত আসছে...

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের উদ্বেগ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ৩৭০ ও ৩৫-এ ধারার বিলোপ এবং রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়া জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তে গভীরভাবে চিন্তিত জাতিসংঘ।জাতিসংঘ বলছে, কাশ্মীরে এই মুহূর্তে ভারত সরকার যে শর্তগুলো চাপিয়েছে তাতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই অঞ্চলে সব যোগাযোগ ব্যবস্থা ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় সেখান থেকে কোনও খবর পাওয়া যাচ্ছে না বলেও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিনের এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর ইস্যুতে ভারতের ওপর চাপ বেড়েই চলছে। এবার জাতিসংঘের উদ্বেগ প্রকাশে কাশ্মীর পরিস্থিতি আন্তর্জাতিক ইস্যু হয়ে উঠলো।জাতিসংঘের পক্ষ থেকে এক টুইটার পোস্টে বলা হয়, কাশ্মীরে আইনি কড়াকড়ি চলছে। মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে।প্রসঙ্গত, গত মঙ্গলবার সংবিধানের ৩৭০ ধারা অনুসারে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার প্রস্তাব সমর্থন করে ভারতের সংসদ। একই দিনে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখ ও জম্মু কাশ্মীর সৃষ্টির প্রস্তাবেও সমর্থন জানায় ।এদিকে কাশ্মীর ইস্যুতে বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান এবং নিজেদের দূতকেও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দিল্লির সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্নের সিদ্ধান্তও নিয়েছে তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে