ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আমি আমার নিজের ঢোল পিটাবো কেনোঃ মাশরাফি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০৭ ১৬:৩৩:৩৮
আমি আমার নিজের ঢোল পিটাবো কেনোঃ মাশরাফি

আমি আমার নিজের ঢোল পিটাবো কেনো? আপনারা (সাংবাদিকরা) খোঁজ নিয়ে দেখেন আমি নির্বাচিত হওয়ার পর এই সাত মাসে নড়াইলের জন্য কতটুকু করতে পেরেছি। খোঁজ নিয়ে আপনারা প্রতিবেদন করেন আমার ঢোল আমি পিটাবো না।

মাশরাফি বলেন, আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করতে চাই নড়াইলকে মাদকমুক্ত করতে চাই। সমাজের প্রভাবশালীদের উদ্দেশে মাশরাফি বলেন, আপনারা কেউ মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের আশ্রয়-প্রশ্রয় দিবেন না মাদকের অভিযোগে কোনো আসামিকে পুলিশ ধরলে কেউ তার পক্ষে কথা বলবেন না।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সিভিল সার্জন আসাদ উজ জামান মুন্সী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর প্রমুখ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে