ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

তাহসানের গানে নোবেলের সঙ্গে দ্বন্দ্ব মোনালির

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০৫ ১৭:৪৬:২১
তাহসানের গানে নোবেলের সঙ্গে দ্বন্দ্ব মোনালির

এরপর নোবেলকে ঘিরে সা রে গা মা পা শোয়ের সময়ের নানা বিতর্কিত বিষয়ও সামনে আসতে থাকে। ভারতীয় এক গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয় শো এর এক বিচারকের সঙ্গে খা'রাপ ব্যবাহার করেছিলেন নোবেল। সা রে গা মা পা-এর সেই বিচারককে নোবেল বলেছিলেন, ‘নোবেলের গান বিচার করার ক্ষমতা তার নেই।’ এই ঘটনার পর বেশ কিছুদিন চ্যানেল কর্তৃপক্ষ সাসপেন্ড করে নোবেলকে।

শোনা গিয়েছে, ওই শোয়ের বাকি প্রতিযোগীদের কাছেও তিনি বেশ নাক উঁচু ভাব নিয়েই চলতেন।এদিকে সোশ্যাল মিডিয়াতে খবর ছড়ায়, সা রে গা মা পা এর বিচারক মোনালি ঠাকুরের সঙ্গে নোবেলের দ্বন্দ্ব হয়েছিলো একটি গানের নম্বর দেয়া নিয়ে। সে পর্বের নোবেলের গাওয়া গানটি ছিল তাহসানের ‘বিন্দু আমি’।

জানা যায়, এই গান শুনে অন্য দুইজন বিচারক নোবেলকে ৯ করে নম্বর দিলেও মোনালি নম্বর দিয়ে দেন ১০ এর মধ্যে মাত্র ‘৪’। মোনালি কারণ হিসেবে জানান, ‘এই গানের কথাই বোঝা যায়নি।’ নোবেল মোনালিকে উদ্দেশ্য করে বলেন, ‘গানটি আসলে এমনই- আপনি শুনে দেখু'ন’- আর এতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন মোনালি। এমনকি তিনি বিচারকের আসন ছেড়ে উঠে চলে যান।

বাংলাদেশের তুমুল জনপ্রিয় গান ‘বিন্দু আমি’। শোনা যায়, নোবেলকে ক্ষমা চাইতে বলা হয়েছিল মোনালি ঠাকুরের নিকট। কিন্তু নোবেল বুঝে উঠতে পারছিলেন না ঠিক কী' কারণে তাকে ক্ষমা চাইতে হবে। আর এই কারণেই পিছিয়ে যায় নোবেল।

সব মিলিয়ে এখনো সমালোচনা থেমে নেই নোবেলকে নিয়ে। অন্যদিকে সমান তালে স্টেজ শো করে ব্যস্ত সময় পার করছেন এই গায়ক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে