ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

খুলনায় ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৫

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০৪ ১৪:০২:১৬
খুলনায় ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৫

হাসপাতাল সূত্রে জানা গেছে খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি গ্রামের ইসরাফিলের স্ত্রী মর্জিনা বেগম জ্বরে আক্রান্ত হয়ে কয়েকদিন আগে খুলনা মেডিক্যালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু সনাক্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মৃত্যু হয় তার।

অপরদিকে, খুলনার রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাবুল শেখের ছেলে নবম শ্রেণির ছাত্র মনজুর শেখ কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়। শনিবার তাকে রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওইদিন বিকেলেই তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার ভোরে তার মৃত্যু হয়।

গত তিন-চার দিনে খুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ইতোমধ্যেই খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে ইতোমধ্যেই চিকিৎসা শেষে ৬৮ জন বাড়িতে ফিরে গেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন আব্দুর রাজ্জাক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে