ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

এবার জেমসের গানে ভাইরাল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব-নিশো (ভিডিও সহ)

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০২ ১৯:২২:০২
এবার জেমসের গানে ভাইরাল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব-নিশো (ভিডিও সহ)

মাঝে মধ্যে কোনো কোনো নাটকে এক সঙ্গে হাজিরও হন তারা। মুগ্ধতা ছড়ান অভিনয়ের জাদুতে। এবার গানের সুরে হারালেন দুই বন্ধু। অনেক দিন বাদেই দুই তাদের একসঙ্গে পাওয়া গেল। মজার ব্যাপার হলো একফ্রেমে জেমসের গান নিয়ে হাজির হয়েছেন তারা।

কোনো এক ঘরোয়া আড্ডায় জেমসের শ্রোতাপ্রিয় গান ‘যদি কখনো ভুল হয়ে যায়, তুমি অপরাধ নিও না’ কণ্ঠে তুলেছেন অপূর্ব। পাশে বসে গিটারের তারে সেই গানের সুর তুলেছেন নিশো। অপূর্বর অসাধারণ গায়কীকে মাতিয়েছে দর্শক-শ্রোতাদের।

বৃহস্পতিবার নির্মাতা মোস্তফা কামাল রাজ তার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন সেই গানের ভিডিওটি। লাইক কমেন্টের বন্য বয়েছে তাতে। এক হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে গানটি। ভিডিওর ক্যাপশানে রাজ লিখেছেন, জেমস ভাইকে উৎসর্গ করা হলো এই গানটি।

যদি কখনও গানটি জেমসের ‘দুখিনী দুঃখ করো না’ অ্যালবামের ১১ নম্বর গান। জেমস ভক্তরা জানেন ‘দুখিনী দুঃখ করো না’ অ্যালবামটি দারুণ সুপারহিট হয়েছিলো। তাই এখনো ওই অ্যালবামের গানগুলো নস্টালজিক করে সংগীতপ্রেমীদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে