ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বগুরায় ১০০ টাকার জন্য স্ত্রীর প্রান কেড়ে নিল স্বামী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০২ ১৪:৪৭:৩৬
বগুরায় ১০০ টাকার জন্য স্ত্রীর প্রান কেড়ে নিল স্বামী

এই ঘটনায় এলাকাবাসী জানায়, রুবেল মিয়া শহরের রাজাবাজারে কুলি শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে রুবেল মিয়া বাড়ি ফিরে তার পকেট থেকে ১০০ টাকা চুরির অপবাদ দেন স্ত্রীকে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে স্ত্রীকে পিটিয়ে ঘর থেকে বের করে দেন। এরপর আবারও স্ত্রী ঘরে ঢুকলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে একটি পরিত্যক্ত ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান স্বামী রুবেল মিয়া।

নিহতর ছেলে রাহাত বলেন, রাতে ঝগড়ার পর তার মাকে মারপিট করে ঘর থেকে বের করে দেয়। এরপর ছোটবোন রাফিসহ ঘুমিয়ে যায়। সকাল বেলা জানতে পারে তাদের মা মারা গেছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে চামেলীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সারাদেশ - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ