ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শ্রেণিকক্ষে মদ খেয়ে ঘুমাচ্ছেন শিক্ষক, ঘুম ভাঙাতে ব্যর্থ শিক্ষার্থীরা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০১ ১৩:১৪:২৩
শ্রেণিকক্ষে মদ খেয়ে ঘুমাচ্ছেন শিক্ষক, ঘুম ভাঙাতে ব্যর্থ শিক্ষার্থীরা

যশপুর জেলায়। মদ পান করে ক্লাসে এসে ঘুমানোর এমন ভিডিও এখন ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে দেশটির ছত্তিশগড় প্রদেশের যশপুর জেলায়। জেলার তুরাংখর প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত ওই শিক্ষকের নাম অজয়দান মিঞ্জ। শুধু হাসি-ঠাট্টা নয় তার সমালোচনা করছেন ভারতীয়রা।

এদিকে ওই ভিডিওতে দেখা যায়, ক্লাসে ঢোকার পরপরই ঘুমিয়ে পড়েন ওই শিক্ষক। ক্লাসের ছাত্রছাত্রীরা অনেক ডাকাডাকি করলেও তাতে টের পাচ্ছেন না তিনি। অবশেষে স্থানীয় লোকজন এসে ডাকাডাকি করতেই চমকে যান।

শিক্ষক ঘুম ভাঙার পর তার বিরুদ্ধে ওঠা মদ পানের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন। ঘটনাটি নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বলরাম ধ্রুব বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে পেলেই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে