ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

জেনে নিন এই পর্যন্ত ডেঙ্গুতে যত জনের মৃত্যু হয়েছে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ৩১ ১৩:৩১:৪৪
জেনে নিন এই পর্যন্ত ডেঙ্গুতে যত জনের মৃত্যু হয়েছে

তবে সরকারি হিসেব মতে, এ পর্যন্ত ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৫ হাজার ৩৬৯ জন রোগী। এর মধ্যে ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৫ জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে।সরকারি হিসেবে গতকাল পর্যন্ত দেশের ৬০টি জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি ছিল। তবে আরটিভির প্রতিনিধিদের পাঠানো খবরে ৬২ জেলাতেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী পাওয়া গেছে। সবশেষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিনগত রাত একটার দিকে ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) কোহিনুর আক্তার মারা যান। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে ডেঙ্গু জ্বরে মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে।হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া ৫৯৩ জন ভর্তি রয়েছে। সুত্রঃ সারাবাংলা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে