ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

মুসলিমদেরও ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি মন্ত্রীর

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ৩০ ১৬:৩৮:০৭
মুসলিমদেরও ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি মন্ত্রীর

কিন্তু সম্প্রতি মুসলিমদেরকে হুশিয়ারি দিয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মেহমুদ আলি। তিনি বলেন, গরু হিন্দুদের দেবতা। তাই হিন্দুদের ভাবাবেগের প্রতি সম্মান জানাতে মুসলিমদের গরু কুরবানি না করে মুসলিমরা বকরি কিংবা ছোট জন্তু কুরবানি করতে পারেন। গরু কুরবানি করা নিয়ে যদি কোনো অশান্তি তৈরি হয়, তাহলে আইন নিজের কাজ করবে৷ সেক্ষেত্রে মুসলিমদেরও ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, আসন্ন কুরবানির ঈদে মুসলিমদের উচিত, গরু কুরবানি থেকে বিরত থাকা। কারণ এ দেশের একটা বড় সম্প্রদায় গরুকে দেবতা রূপে পুজো করে৷ সুতরাং সংখ্যালঘু মুসলমানদের উচিত বড় সম্প্রদায়ের লোকদের ভাবাবেগকেও সম্মান জানানো৷

গরু কুরবানি নিয়ে তেলেঙ্গানা রাজ্যে কোনো অশান্তি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক তা তিনি চান না বলেও জানান। কুরবানির ফলে অশান্ত পরিবেশ তৈরি হলে পুলিশ কঠোরতার সঙ্গে সমস্যার সমাধান করবে বলে জানান মেহমুদ আলির৷

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে