ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

অন্তঃসত্ত্বা বলিউডের জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ৩০ ১৬:২৫:১১
অন্তঃসত্ত্বা বলিউডের জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মা

বিয়ের পর মেয়েদের পরের ধাপ মা হওয়া। আর এটা নিয়ে মেয়েদের বরাবরই শুনতে হয় নানা কথা। এই ব্যাপারে তিনি বলেন, বিয়ের পর সবার কাছ থেকেই নারীদের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা প্রশ্ন শুনতে হয়। আর এধরনের কিছু না থাকলেও লোকে এগুলো শুনতে ভালবাসে। পাশাপাশি তারকাদের অত্যুৎসাহী কৌতূহলী মনেও লাগাম টানার কথা বলে কটাক্ষ করেছেন তিনি।

তিনি আরও বলেন, তারকাদের একটু তাদের নিজেদের মতো করে বাঁচতে দিন। একজন অভিনেত্রী বিয়ে করলেই দিন কয়েক পরে প্রশ্ন ওঠা শুরু করে, যে সে কি মা হতে চলেছে? আর প্রেম করলেই প্রশ্ন করে আরে বিয়েটা কবে করবেন তারা। এগুলো বিশ্রী ব্যাপার। মোটেই বাঞ্ছনীয় নয়। আর পাঁচটা মানুষের মতো বাঁচতে দিন আমাদেরও। কেউ অন্তঃসত্ত্বা কি না, হঠাৎ করে সিদ্ধান্তে পৌঁছনোর কী প্রয়োজন?

তিনি সমালোচকদের প্রতি বিরক্তি প্রকাশ করে বলেন, আমার সবচেয়ে বিরক্ত লাগে এই সমস্ত প্রশ্নগুলো যখন ভেঙে ভেঙে লোককে বোঝাতে হয়। একটু অন্যধরণের পোশাক পরাও বিপদ! সবাই ভেবে বসে সেই অভিনেত্রী বোধহয় অন্তঃসত্ত্বা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে