ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

সালমানের বাগদান, কে এই মেয়ে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ৩০ ১০:৪১:৫৭
সালমানের বাগদান, কে এই মেয়ে

অবশেষে সেই ব্যাচলর জীবনের ইতি ঘটিয়ে শেষমেশ মায়ের আদেশে ইউলিয়া মভানটুরের হাতেই উঠল সুপারস্টার সালমান খানের আংটি! তাও আবার মায়ের আদেশে! বলিউডের আর সব সুন্দরীকে সরিয়ে রোমানিয়ার সুন্দরীতে মজলেন ভাইজান।

জানা গেছে, গত ২৪ জুলাই সংগীতশিল্পী-মডেল ইউলিয়া ভানটুরের ৩৯তম জন্মদিনে তাঁর আঙুলে কোটি টাকার হীরার আংটি পরিয়ে দিয়েছেন সালমান খান। তবে কবে বিয়ে করছেন তা এখনও জানা যায় নি।

সালমান এখন তাঁর ভাই আরবাজ খান প্রযোজিত ‘দাবাং থ্রি’ নিয়ে ব্যস্ত। প্রভুদেবা পরিচালিত এ ছবিতে আরো রয়েছেন সোনাক্ষি সিনহা, সোনু সুদ ও প্রমোদ খান্না। চলতি বছরের ২০ ডিসেম্বর বড়পর্দায় উঠবে ছবিটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে