ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

চিত্রনায়িকা মাহিয়া মাহির ‘অন্ধকার জগৎ’(দেখু ভিডিওসহ)

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ২৭ ১৭:২০:১৬
চিত্রনায়িকা মাহিয়া মাহির ‘অন্ধকার জগৎ’(দেখু ভিডিওসহ)

‘অন্ধকার জগৎ’ এর সব কাজ শেষ। এখন কেবল ছাড়পত্রের অ'পেক্ষা। ইতোমধ্যে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। বদিউল আলম খোকন পরিচালিত ছবিতে অ'ভিনয় করেছেন মাহিয়া মাহি। এতে মাহি একজন গোয়েন্দা পু'লিশের চরিত্রে অ'ভিনয় করেন। গল্পের চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকটি লুকে অ'ভিনয় করতে হয়েছে তাকে। ফলে নানান সময়ে ভিন্ন রূপে দেখা যাবে মাহিকে। মাহির বিপরীতে আছেন ডি এ তায়েব। তিনি গোয়েন্দা পু'লিশের অফিসারের ভূমিকায় আছেন।

মাহি বলেন, এই ছবিতে আমা'র বেশ কয়েকটি গেটআপ পাবে দর্শক। গল্পটা সুন্দরভাবে ক্যামেরাব'ন্দি করতে পেরেছি আম'রা। পরিচালক বদিউল আলম খোকন বলেন, এ সপ্তাহের শুরুর দিনেই সেন্সরে বোর্ডে জমা দিয়েছি ছবিটি। বৃহস্পতিবারে সেন্সরে দেখার কথা রয়েছে। ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পাবে বলে আশা করছি। কমল সরকারের কাহিনী ও গল্পে নির্মিত ছবিটির প্রথমে নাম ছিলো ‘কাঙাল’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে