‘এখন আমাদের পুরো পরিবারই হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হলো না’

ফিমা থাকেন রাজধানীর মগবাজার এলাকায়। পেশাগত কাজে স্বামী থাকেন দেশের বাইরে। বড় মেয়ে আদিবা মেহদিন পড়ে চতুর্থ শ্রেণীতে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে। ছোট মেয়ে আসফিয়া পড়ে কিন্ডার গার্টেনে ওয়ানে।
সন্তানদের যাতে ডেঙ্গু মুক্ত রাখা যায় তার সব চেষ্টাই করতেন ফিমা। কিন্তু সম্পূর্ণ সফল হতে পারেননি। ছোট মেয়ে তাসফিয়ার জ্বর আসায় ডাক্তার দেখান। ব্লাড টেস্ট করার পরেই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে বলে ডাক্তার নিশ্চিত করেন এবং বলেন হাসপাতালে ভর্তি করাতে।
তাসফিয়াকে নিয়ে যখন ফিমা রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করাতে আসেন তখন নিজেও জ্বর অনুভব করছিলেন। কন্যাকে হাসপাতালে ভর্তি করিয়ে তাই নিজেও রক্ত পরীক্ষা করালেন। টেস্ট রিপোর্টে জানা যায় তিনিও ডেঙ্গু আক্রান্ত। মেয়ের পাশের বেডে ততক্ষণে আরেকজন রোগী ভর্তি হয়ে গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়েই। তাই তার এক বেড পরেই তিনি নিজেও ভর্তি হলেন চিকিৎসা নেওয়ার জন্য।
পরিবারে তেমন কেউ আর নেই। তাই বড় মেয়ে আদিবাও এখন মা এবং বোনের সঙ্গে হাসপাতালেই থাকছে একজন অভিভাবক হিসেবে।
ফিমা সারাবাংলাকে বলেন, ‘এবার ডেঙ্গু রোগের বিষয়ে যখন শুনছিলাম তখন বাসা সর্বোচ্চ চেষ্টা করেছি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য। যেন পরিবারের সবাই নিরাপদে থাকে। কিন্তু শেষ রক্ষা হলো না। এখন আমাদের পুরো পরিবারই হাসপাতালে।’
সিটি করপোরেশনের মশা মারা কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই গৃহিনী বলেন, ‘যদি বছরের শুরু থেকেই উদ্যোগ নেওয়া হতো তবে হয়তো বা আজ প্রতিটা হাসপাতালে এত রোগী ভর্তি হতো না। আমাদেরও ঘর ছেড়ে অসুস্থ হয়ে হাসপাতালে আসতে হতো না।’
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া দৈনিক প্রতিবেদন অনুযায়ী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে বর্তমানে ১৫৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে শুক্রবার (২৬ জুলাই) পর্যন্ত হাসপাতালটিতে ৭০৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানানো হয় প্রতিবেদনটিতে।
সারাদেশ - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদি আরবে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)
- দেখা গেছে চাঁদ: সৌদি আরবে ঈদের জামাতের সময় সূচি ঘোষণা
- আমিরাতে ঈদের জামাতের সময়সূচি: এক নতুন আনন্দের সূচনা
- ঈদুল ফিতরের দিনক্ষণ নিয়ে যা জানালো সৌদি আরব
- জানা গেল বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ
- দুই দিনে ঈদের সাত সিনেমার আয়: রেকর্ড গড়লো বরবাদ
- মালয়েশিয়ার ঈদুল ফিতরের দিনক্ষণ চূড়ান্ত, অপেক্ষায় সৌদি আরব
- সৌদিতে ঈদ হতে পারে যে দিন
- অবশেষে জানা গেল আফরান নিশোর হাতে হাতকড়ার কারণ
- ৩১ নাকি ০১: বাংলাদেশে ঈদুল ফিতর দিনক্ষণ জানালো আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র
- ৩১ মার্চ: এবার সৌদি ও বাংলাদেশে একই দিনে ঈদুল ফিতর
- তৃতীয় দিনে রেকর্ড আয় বরবাদের
- বক্স অফিস কালেকশন: সালমান খানের ‘সিকান্দার’ সিনেমার প্রথম দিনের আয়
- তামিমের হার্ট অ্যাটাকের কারণ ও চিকিৎসা প্রক্রিয়া জানালো চিকিৎসকরা