ফেনীতে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি, ঢাকায় স্থানান্তর ১০

অন্যদিকে, ফেনী ডায়াবেটিস হাসপাতালে ভর্তি রয়েছেন একজন রোগী। অন্য ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ফেনীতে চিকিৎসা নেওয়াদের অনেকেই রাজধানীতেই আক্রান্ত হয়েছিলেন।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারি জানান, শনিবার পর্যন্ত ফেনী জেলা সদর হাসপাতালে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৬ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। মোট চিকিৎসা নিয়েছেন ৪৪ জন। ফেনী ডায়াবেটিস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শুসেন চন্দ্র শীল জানান, একজন রোগী ভর্তি আছেন। ৪ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তবে গত দুই মাসে ৬০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
গত কয়েকদিন ফেনীর আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। যথাসময়ে চিকিৎসা শুরু করা গেলে এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
ফেনী জেনারেল হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে করিডোর, বারান্দা ও বিছানায় ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সরেজমিন গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরাতন ভবনের ৩ নম্বর ওয়ার্ডের বারান্দা-করিডোর, বিশেষ বেড ও কেবিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মহিউদ্দিন (৩০), আরাফাত রহমান (২৩), তাফহিমুল সাওয়ারি ইলেন (১৮), কাজী নজরুল ইসলাম আকাশ (১৮), মো. শরীফ (২৫), নোবেল চন্দ্র দাস (২৩) ও অনিক চন্দ্র দাস (২০) চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গু নিয়ে ফেনী জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।
এদিকে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি কর্মসূচী শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে যা যা করার দরকার সব উদ্যোগ নেয়া হয়েছে। সুত্রঃ সারাবাংলা
সারাদেশ - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদি আরবে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)
- দেখা গেছে চাঁদ: সৌদি আরবে ঈদের জামাতের সময় সূচি ঘোষণা
- আমিরাতে ঈদের জামাতের সময়সূচি: এক নতুন আনন্দের সূচনা
- ঈদুল ফিতরের দিনক্ষণ নিয়ে যা জানালো সৌদি আরব
- জানা গেল বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ
- দুই দিনে ঈদের সাত সিনেমার আয়: রেকর্ড গড়লো বরবাদ
- মালয়েশিয়ার ঈদুল ফিতরের দিনক্ষণ চূড়ান্ত, অপেক্ষায় সৌদি আরব
- সৌদিতে ঈদ হতে পারে যে দিন
- অবশেষে জানা গেল আফরান নিশোর হাতে হাতকড়ার কারণ
- ৩১ নাকি ০১: বাংলাদেশে ঈদুল ফিতর দিনক্ষণ জানালো আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র
- ৩১ মার্চ: এবার সৌদি ও বাংলাদেশে একই দিনে ঈদুল ফিতর
- তৃতীয় দিনে রেকর্ড আয় বরবাদের
- বক্স অফিস কালেকশন: সালমান খানের ‘সিকান্দার’ সিনেমার প্রথম দিনের আয়
- তামিমের হার্ট অ্যাটাকের কারণ ও চিকিৎসা প্রক্রিয়া জানালো চিকিৎসকরা