ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

এবার ‘আল্লাহু আকবার’ শব্দ নিয়ে যা বললেন অভিনেত্রী অপর্ণা সেন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ২৬ ১৯:২৭:২৪
এবার ‘আল্লাহু আকবার’ শব্দ নিয়ে যা বললেন অভিনেত্রী অপর্ণা সেন

একজন হিন্দু, আমাকে যদি কেউ জোর করে আল্লাহু আকবার বলতে বাধ্য করে, তাহলে আমার কেমন লাগত?’

কথাগুলো বলেছেন পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন। গোটা ভারতজুড়ে সংখ্যালঘু, দলিতদের নির্যাতন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন অভিনেত্রী অপর্ণা সেন, মনি রত্নম, অঞ্জন দত্তসহ ৪৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। চিঠি দেয়ার পর সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, ‘জয় শ্রী রাম, আল্লাহু আকবর, জয় বাংলা, জয় মা কালী কিংবা জয় মহাদেব-সবকিছুই বলার অধিকার আছে মানুষের। তবে ভালোবেসে বলানো উচিৎ, জোর করে নয়।’

চিঠি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘দেশে দলিত ও সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে। এ ঘটনার যথাযথ তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ওই চিঠিতে। বিশ্বস্ত সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।’

ওই ৪৯ জন চিঠিতে বিভিন্ন সামাজিক অসঙ্গতি তুলে ধরেছেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে বলা হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যের বরাত দিয়ে চিঠিতে বলা হয়, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৯ অক্টোবরের মধ্যে ধর্মীয় কারণে ২৫৪ জনকে অপরাধী, ৯১ জনকে হত্যা, ৫৭৯ জন আহত করা হয়েছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে যখন নরেন্দ্র মোদি ছিলেন তখন এমনই অপরাধের মাত্রা ছিল ৯০ শতাংশ।

এই চিঠিতে যেমন তারকাদের নাম রয়েছে, তেমনই রয়েছে সমাজকর্মী, কার্ডিওলজিস্ট, লেখক, ঐতিহাসিক, সাধারণ নাগরিকরা। চিত্র পরিচালক কেতন মেহতা, অঞ্জন দত্ত, অনুপম রায়, আদুর গোপালকৃষ্ণণ, রূপম ইসলাম, ঋদ্বি সেন, ঐতিহাসিক রামচন্দ্র গুহ, সংগীতশিল্পী শুভা মুদগলের নাম রয়েছে এই চিঠিতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে