ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

ডেঙ্গু রোগীর উপচে পরা ভিড় হাসপাতাল গুলোতে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ২৬ ১৫:৩৭:০৬
ডেঙ্গু রোগীর উপচে পরা ভিড় হাসপাতাল গুলোতে

বেড সংখ্যা সীমিত থাকায় কোনো উপায়ান্তর না পেয়ে প্রায় সবাইকেই অন্যত্র যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। কিন্তু অন্য হাসপাতালগুলোতেও ঠিক একইরকম চিত্র থাকায় সাধারণ মানুষ দারুণ বিপাকে পড়েছেন। ঢাকার হাসপাতালগুলো ঘুরে ঘুরে এই চিত্র দেখা গেছে। প্রায় প্রতিটি হাসপাতালেই ছিলো ডেঙ্গু আক্রান্ত রোগীর উপচে পড়া ভিড়।

এই ব্যাপারে শিশু হাসপাতালের জরুরিবিভাগের কর্তব্যরত চিকিৎসক তাহমিনা আক্তার জানান, আমরা আসলে সব রোগীকেই ভর্তি করতে পারি না। বেশিরভাগ রোগী জ্বরে আক্রান্ত হলেই হাসপাতালে ছুটে আসছেন। তবে, আমাদের সকল আসন এখন পূর্ণ থাকায় তাদের সবাইকে ভর্তি করা সম্ভব হচ্ছে না।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র অনুযায়ী, গত বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ হাজার ১৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঠিক একই সময়ে এই বছর ডেঙ্গু রোগী গত বছরের তুলনায় সাত গুণ বেশি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ছিলো ৯ হাজার ২৫৬ জন। গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশী। এবং দিনে দিনে তা আরও ক্রমশ বেড়েই ছলেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে