ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

এবার কারাগারের মধ্যে থেকেই নিজের জন্য যা করতে চান মি‘ন্নি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ২৫ ১১:০৫:২৩
এবার কারাগারের মধ্যে থেকেই নিজের জন্য যা করতে চান মি‘ন্নি

বরগুনায় রিফাত শরীফ হ’ত্যা মা’মলার প্রধান সাক্ষী থেকে আ’সামি হওয়া রিফাতের স্ত্রী'’ আয়শা সিদ্দিকা মি‘ন্নি কারাগারে থেকে পড়াশোনা করতে চান বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। বুধবার দুপুর একটার দিকে মি‘ন্নির সঙ্গে ১০ মিনিটের মতো কথা বলেছেন তিনি।

তিনি বলেন, মি‘ন্নির পুরো শরীরে ব্যথা আছে। মি‘ন্নি রাতে ঘুমাতে পারে না। মানসিকভাবে বিপর্যস্ত সে।

তিনি আরো যোগ করেন, মি‘ন্নি রিফাত হ’ত্যাকা’ণ্ডে জ’ড়িত থাকার কথা স্বীকার করে যে জবানব’ন্দি দিয়েছে তা পু’লিশ শিখিয়ে দিয়েছে। সেই জবানব’ন্দি মি‘ন্নি প্রত্যাহার করতে চাচ্ছে। তাই আমি মি‘ন্নিকে এই স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদনের প্রক্রিয়া শিখিয়ে দিয়েছি।

মি‘ন্নি জে’লহাজতে থাকা অবস্থায় পড়াশোনা করতে চায় জানিয়ে আসলাম বলেন, মি‘ন্নির পড়াশোনার বিষয়ে আবেদন করা হলে জে’লার আবেদন মঞ্জুর করবেন বলে জানিয়েছেন।

মি‘ন্নি একটু খুড়িয়ে হাঁটছে জানিয়ে আইনজীবী আরও বলেন, মি‘ন্নির চিকিৎসার দরকার হলে কারা কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যবস্থা করবে বলে জে’লার জানিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে