ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

মাকে কিডনি দিতে বাধা দেয়ায় বিয়ে ভাঙলেন বাংলাদেশি তরুণী

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ২৫ ০০:২৪:২৫
মাকে কিডনি দিতে বাধা দেয়ায় বিয়ে ভাঙলেন বাংলাদেশি তরুণী

খবরে বলা হয়, ২৫ বছরের ওই যুবতী মাকে বাঁচানোর জন্য নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন। তাঁকে এই কাজে হবু স্বামী বাঁধা দেওয়াতে ভেঙে দিন বিয়ের সম্বন্ধই। বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডে অবস্থিত মণিপাল হাসপাতালে এই ঘটনাটি ঘটে।

যুবতীর এই পদক্ষেপে অবাক হয়েছেন হাসপাতালের নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্লান্ট সার্জেনরা। সাধারণত কম বয়সী অবিবাহিত মহিলাদের কিডনি দান করতে উত্‍সাহ দেওয়া হয় না, তাঁদের ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু এই মেয়েকে কোনও কারণ দেখিয়ে দাবিয়ে রাখা সম্ভব হয়নি। ২১ জুলাই সফলভাবেই হয়েছে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার।

মণিপাল হাসপাতালের নেফ্রোলজিস্ট ডা. শংকরণ সুন্দর জানিয়েছেন, ‘যুবতীর এই সিদ্ধান্তের কথা জানার পর, ওঁর বাবাকে বলি যে তিনি সত্যিই খুব ভাগ্যবান এমন এক কন্যা সন্তানের বাবা হতে পেরে।’

মেয়ের এমন কাজে একাধারে গর্বিত ও আবেগাপ্লুত বাবা অবশ্য ডা. সুন্দরকে জানিয়েছেন, দেশে তাঁদের পরিবারকে অনেক কথা শুনতে হয়েছে দুই কন্যা সন্তান থাকার জন্যে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর মেয়েই তো পরিবারকে বাঁচাল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে