ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

মিন্নির চরিত্র ও আইডিয়ালের পোড়া মোবাইল আর উদোর পিন্ডি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ২১ ২২:০২:০৮
মিন্নির চরিত্র ও আইডিয়ালের পোড়া মোবাইল আর উদোর পিন্ডি

স্যাটায়ারে বলা হয়েছে, কোনো ধর্ষণের বিষয় আড়াল করতে ধর্ষিতার পোশাক ও চরিত্র নিয়ে টান দেয়ার কথা। এখনতো দেখি রিফাত হ.ত্যাকাণ্ডেও তাই হচ্ছে। একজন তরুণ প্রকাশ্যে খুন হলো। তাকে কু.পিয়ে খুন করা হলো। তাও করলেন প্রভাবশালীদের ছাও-পাওয়েরা। আর সেই হ.ত্যাকাণ্ডের প্রধান সাক্ষী ছিলেন মি.ন্নি। এখন প্রধান সাক্ষীই আসামী!

নয়ন বন্ড তো গেছেই এখন রয়েছে ফারাজী ব্রাদার্স। নয়ন তো চামচা, আর ফারাজী ব্রাদাররা আপন লোক। সুতরাং প্রধান সাক্ষীই যদি আসামী হয়ে যায়, তবে আর সাক্ষী কই। প্রকাশ্যে একজন তরুণকে কু.পিয়ে হ.ত্যার দৃশ্য দেখা কূপমন্ডু করা তো আর সাক্ষী হতে আসবে না. সাক্ষী হতে আসবে এখন সাক্ষীগোপালরা। ফলাফল কী হবে তা অনুমান করা খুব দুঃসাধ্য নয়।

বরগুনা প্রেসক্লাবের সম্মুখের মানববন্ধনে যখন প্রভাবশালীরা মূল আসামীদের বাদ দিয়ে মি.ন্নির গ্রেফতারের দাবীতে এবং তার আলোচনাতেই ব্যস্ত ছিলেন; তখনই বোঝা গিয়েছিল কী ঘটতে যাচ্ছে। সেই মানববন্ধনে অবশ্য নিহত রিফাতের বাপ-চাচারাও ছিলেন। কিন্তু কালের কণ্ঠে প্রকাশিত খবর অনুযায়ী বাপ-চাচার চেয়ে অন্যরাই ছিলেন বেশি প্রতিবাদী।অর্থাৎ মায়ের চেয়ে মাসীর দরদ ছিল বেশি। সর্বশেষ গ্রেফতার হওয়ায় এই মি.ন্নিই এখন আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে। তার চরিত্র, তার ভিডিও ক্লিপ নিয়ে রসালো সব আলোচনা। আর এই আলোচনার আড়ালে রিফাত হ.ত্যাকাণ্ডের নৃশংসতা, ফারাজী ব্রাদারদের কথা সব উধাও।

সঙ্গে উধাও প্রভাবশালীদের যোগসাজশ। নয়নবন্ড আর ফারাজী ব্রাদারদের ক্ষমতার উৎস তো আর গোপন নয়। এখন সবাই দুধে ধোয়া, শুধু দোষী হলো মি.ন্নি। কিন্তু তারপরেও কি দোষ আড়াল করা সম্ভব? আদালতে খুনিও তো নিজেকে নির্দোষ দাবী করে। দেশে এই যে দোষ আড়ালের মচ্ছব চলছে।

একটা বিষয় নিয়ে কথা শুরু হতে না হতেই, আরেকটা বিষয় দিয়ে তা ঢেকে দেয়া হচ্ছে। এই যে ঢেকে দেয়া বা ঢেকে রাখার প্রক্রিয়া, তা কিন্তু ক্রমেই দেশটাকে একটা না ফেরার জায়গায় নিয়ে যাচ্ছে। ‘আউট ল’দের ‘ল্যান্ডে’ পরিণত করার কোশেশ চলছে আমাদের প্রিয় মাতৃভূমিকে।

যার ফলশ্রুতিতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ‘মব জাস্টিস’। মানুষ ‘মব’ প্রিয় হয়ে উঠছে। এখন যারা একে সমর্থন করছেন, ভাবছেন ‘সাপোর্টেড মব জাস্টিসে’র আড়ালে অন্য ‘লিঞ্চিং’গুলোও আড়াল হয়ে যাবে, তাদের জন্য আখেরে রয়েছে আফসোস। ‘মব’ সৃষ্টি হলে তা আর কাউকে দেখে না, তখন মানুষের আবেগিক প্রক্রিয়ায় বিবেক লোপ পায়। সে সময় কে হোমড়া আর কে চোমড়া তার কিছুই হুশে থাকে না।

দুই.

ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দেখলাম শিক্ষার্থীদের মোবাইল ফোন পোড়ানোর মচ্ছব হলো। পাঁচশ মোবাইল ফোন পোড়ানো হয়েছে এমনটাই জানালো গণমাধ্যম। আমি জানি না, এই প্রতিষ্ঠানটির প্রধান কে। তবে এমন ঘটনা যে প্রতিষ্ঠানে ঘটে, সেখানের প্রধান এর দায় এড়াতে পারেন না।

জানি তাদের ব্যাখ্যা হবে, মোবাইল ফোনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। আরে, পড়াশোনার ব্যাঘাত ঘটছে তো আরও নানা কারণে। ‘আই অ্যাম জিপিএ ফাইভ’ ধরণের পড়াশোনার ব্যাঘাত নিয়ে বড় কথা বলা সঙ্গত কিনা, তা না ভেবে শিক্ষার্থীদের মোবাইল পোড়ানো নিশ্চিত বুদ্ধিমানের কাজ নয়।

মোবাইল ফোনের ভালো দিকটা কি একবার ভেবে দেখেছেন ওই প্রতিষ্ঠানের ওই পণ্ডিতগণ? হালের পরিস্থিতিতে একটা বাচ্চা বাসা থেকে বের হলে, তারা ঘরে ফিরতে পারবে কিনা সেই নিশ্চয়তা কি ওই প্রতিষ্ঠানের পন্ডিতগন দিতে পারবেন? একটা মোবাইল ফোন বাবা-মাকে যেমন নিশ্চিন্ত রাখতে পারে, তেমনি হতে পারে সংঘটিত অপরাধের সূত্রও।

একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, তার সর্বশেষ লোকেশনসহ অনেক কিছুরই উত্তর মিলতে পারে মোবাইল ফোনের মাধ্যমে। মোবাইল ফোনের সূত্র ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সূত্রহীন রহস্যের সমাধান করেছেন। সুতরাং যে পণ্ডিতেরা মোবাইল ফোন পোড়ানোর মতন কাণ্ড ঘটালেন, তারা এই সভ্য সমাজে বসবাসের উপযুক্ত কিনা তাও ভেবে দেখতে হবে। আমি এ কথা বলছি নিজ দায়িত্ব থেকেই। আমার তরুণ ছেলেও খুন হয়েছে। নিখোঁজ হয়েছিল। তার সর্বশেষ লোকেশন জানিয়েছে তার মোবাইল ফোনটিই। আমি সাংবাদিকতা করি, আমার ছেলেও সাংবাদিকতা করতো, সাব-এডিটর ছিল ইংরেজি বিভাগের। ইহসান ইবনে রেজা ফাগুন, ফাগুন রেজা নামেই চেনে তাকে সবাই।

আমি জানি মোবাইল ফোনের প্রয়োজনীয়তা। যা ওই মহাপন্ডিতেরা এখনো বুঝে উঠতে পারেননি। জানি না, এনাদের দিয়ে এমন একটা নামী প্রতিষ্ঠান চলে কীভাবে। আরে মোবাইলে ছেলে-মেয়েরা নষ্ট হলে আমার ছেলেও হতো। ওকে তো আমি ক্লাস এইটে মোবাইল দিয়েছি। কই নষ্ট হয়নি তো। বরং হয়েছিল সত্যনিষ্ঠ, আপোষহীন। অসৎ না হওয়াতেই খুন হয়েছে সে।

এমন শিক্ষকদের বলি। শিক্ষক হতে গেলে শুধু বই নয়, পাঠ্যক্রমই নয়, পারিপার্শ্বিকতারও খোঁজ রাখতে হয়। শিক্ষক হওয়া খুব সহজ কাজ নয়। মোবাইল ফোনের জন্য নয়, পারিবারিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের কারণে বাচ্চারা বিপথে যায়। গড়ে উঠা কিশোর গ্যাংগুলোর দিকে তাকান।

একটু চোখ মেলে দেখুন, এরা কারা, এদের পারিবারিক পরিবেশ ও অবস্থান কী, তাদের শিক্ষা প্রতিষ্ঠান কোনগুলো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে কেন বাচ্চারা বেপথু হয়। কোন একটা ইলেকট্রনিক ডিভাইস একটা বাচ্চাকে খারাপ করতে পারে না। শুধুমাত্র একটা যন্ত্র একটা বাচ্চাকে বিগড়ে দেবে এটা যে বা যারা বিশ্বাস করেন তাদের বুদ্ধিমত্তা নিয়ে ভাবার কিছু নেই, তাদের আলোচনার বাইরে রাখতে পারেন।

পুনশ্চ

হ্যাঁ, মি.ন্নি রিফাত হ.ত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। কিন্তু যারা প্রকাশ্যে হ.ত্যা করলো, তাদের কেন আড়াল করা হচ্ছে, কেন মি.ন্নিকেই সামনে আনা হচ্ছে? বাচ্চারা নষ্ট হচ্ছে পরিবার, সমাজ আর শিক্ষা প্রতিষ্ঠানের কারণে। কেন দোষ হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইসের?

এই বিস্ময়বোধক প্রশ্নগুলোর উত্তর পেতে হলে ফারাজী ব্রাদারদের ক্ষমতার উৎস জানতে হবে। ফোন যারা পোড়ালেন তাদের দুর্বলতা জানতে হবে। আর তা না হলে, এমন ঘটনা ঘটতেই থাকবে, আর উদোর পিন্ডি চাপবে বুদোর ঘাড়ে।

ফুটনোট

শেষে একটা ঘটনা বলি। গল্প নয় সত্যি। তখন কেবল কলেজ পেরিয়েছি। আমার এক বন্ধু ছিল; তখন থেকেই অ্যালকোহলিক। একবার জানতে চাইলাম, এই অভ্যাসটা হলো কোথা থেকে? জানালো, আব্বার বেডরুমের ছোট ফ্রিজে বোতল থাকতো সবসময়। তা থেকেই অভ্যাস।

মজার ব্যাপার হলো, আমার ওই বন্ধুটিও যে পান করা শুরু করেছে, এটা জানতে পেরে তার মা রাগ করে ফ্রিজটিকে ভেঙে ফেলেছিলেন। লাভের মধ্যে হয়েছিল, ছোট ফ্রিজের পরিবর্তে শোবার ঘরে লাল রঙের আরেকটা বড় ফ্রিজের স্থান হয়েছিল!!

লেখক: কাকন রেজা, সাংবাদিক ও কলাম লেখকসুত্রঃ যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে