ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

যশোরে সকালে প্রিয়া সাহার বিরুদ্ধে সকালে মামলা, বিকেলে মামলা খারিজ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ২১ ১৯:৪৮:৩৪
যশোরে সকালে প্রিয়া সাহার বিরুদ্ধে সকালে মামলা, বিকেলে মামলা খারিজ

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল বাদী হয়ে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলাটি দায়ের করেন। পরে বিকেলে বিচারক গৌতম মল্লিক মামলাটি খারিজ করে দেন।

মামলার এজাহারে বলা হয়, প্রিয়া সাহা দেশদ্রোহী, অবজ্ঞা সৃষ্টিকারী ও নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। তিনি দীর্ঘদিন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন। তিনি গত ১৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করেন, বাংলাদেশ থেকে ৩৭ মিলিয়ন (৩ কোটি ৭০ লাখ) সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানকে গুম করা হয়েছে। এছাড়া আরও ১৮ মিলিয়ন (১ কোটি ৮০ লাখ) সংখ্যালঘু জনগণ চরম নির্যাতনের শিকার হয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা।

শুধু তাই নয়, আসামি তার জমি-ঘর হারিয়েছেন, বাড়ি-ঘরে আগুন লাগিয়েছে এবং এর কোনো বিচার পাননি বলে দাবি করেন, সেটাও ভুয়া। আসলে আসামি মিথ্যা অভিযোগ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন, নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের জাল বুনছেন।

এজন্য একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে বিষয়টি তার কাছে চরম অবমানানাকর বিধায় বাদী মামলাটি দায়ের করেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি বলেন, অভিযোগ আমলে নিয়ে আদালত মামলাটি গ্রহণ করলেও এ ব্যাপারে আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। তবে বিকালে আদালত সূত্র জানায়, এজাহার যাচাই-বাছাই শেষে আদালত মামলাটি খারিজ করে দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ১৬টি দেশের প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ পান।

প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।’

এরপর তিনি বলেন, ‘এখন সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর খুইয়েছি। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি।’

ভিডিওতে দেখা গেছে, একপর্যায়ে ট্রাম্প নিজেই সহানুভূতিশীল হয়ে এই নারীর সঙ্গে হাত মেলান।

প্রিয়া সাহা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার কথোপকথন প্রকাশ পেলে সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তীব্র নিন্দা জানানো হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে