ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

আদালতে সবার সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন রিফাত ফরাজী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ২০ ২১:০৯:২৪
আদালতে সবার সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন রিফাত ফরাজী

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হ*ত্যা মামলার অন্যতম আসামি রিফাত ফরাজী। আজ শনিবার বিকাল সাড়ে চারটার দিকে চিফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে এই জবানবন্দি দেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, তৃতীয় দফায় সাত দিনের রিমান্ডের পাঁচ দিন শেষে জবানবন্দি দিতে সম্মত হন রিফাত। এখন পর্যন্ত এই হ*ত্যা মামলার ১৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১৪ জন আগেই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তবে এজাহারভূক্ত পাঁচজনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে, রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষে বরগুনা জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী আসলামকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন তার বাবা। রবিবার মিন্নির জামিনের জন্য আদালতে দাঁড়াবেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে