প্রিয়াঙ্কার পর এবার যে কারনে বিমানবন্দরে তৃণমূল সাংসদদের আটক
![প্রিয়াঙ্কার পর এবার যে কারনে বিমানবন্দরে তৃণমূল সাংসদদের আটক](https://www.24updatenews.com/thum/article_images/2019/07/20/atok-24updatenews.jpg&w=315&h=195)
সম্প্রতি বারানসীর সোনভদ্রায় জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে ১০ জন নিহত হন। গতকাল শুক্রবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সেখানে যাওয়ার পথে প্রিয়াঙ্কাকে আটক করে পুলিশ।
এনডিটিভি জানিয়েছে, শনিবার তৃণমূলের প্রতিনিধি দল বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই এমনটা করা হয়েছে।’ তৃণমূলের প্রভাবশালী নেতা ডেরেক ও ব্রায়েন এক ভিডিও বার্তায় তাদের আটক করার কথা জানান।
ডেরেক ও ব্রায়েন বলেন, ‘তৃণমূল কংগ্রেসদলীয় সাংসদদের বারানসী বিমানবন্দরে আটক করা হয়েছে। তবে কোন আইনে আমাদের আটক করা হল তা স্পষ্ট করে জানায়নি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন যে, তারা শুধু ওপরের নির্দেশ মেনে কাজ করেছেন।’
বিমানবন্দরে আটক তৃণমূল সাংসদদের পক্ষে করা ওই টুইটে আরও জানানো হয়, ‘আমরা সোনভদ্রায় সহিংসতার ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। পাশাপাশি নিহতদের পরিবারের পাশেও দাঁড়াতে চেয়েছিলাম আমরা। কিন্তু তা করতে দেয়া হচ্ছে না।’
পরে এনডিটিভিকে ওই তৃণমূল নেতা জানান, তাদেরকে বিমানবন্দর থেকে একটি অতিথি নিবাসে নিয়ে যাওয়া হবে জানতে পেরছে তারা। ‘কিন্তু আমরা কোনও অতিথি নিবাসে যেতে চাই না। আমরা আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে চাই। এটা কোনোভাবেই ১৪৪ ধারা লঙ্ঘন করবে না কেননা আমাদের এই প্রতিনিধি দলে খুব কম সংখ্যক লোক রয়েছে।’
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও গতকাল শুক্রবার সোনভদ্রার ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে আটক করে পুলিশের হেফাজতে নিয়ে মির্জাপুর নামক এলাকার একটি গেস্ট হাউজে রাখা হয়। অবশ্য আজ শনিবার গেস্ট হাউজে এসে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
গত বুধবার সোনভদ্রার একটি গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ১০ জন নিহত এবং ২৪ জনেরও বেশি মানুষ আহত হয়। অভিযোগ ওঠে, স্থানীয় এক রাজনৈতিক নেতা তার দলবল নিয়ে জমি দখল করতে গিয়ে ক্ষূদ্র নৃ-গোষ্ঠীর কৃষকদের উপর গুলি চালায়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিপিএল মাতিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছেন দুই জন
- এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- ১৪৪ ধারা জারি
- সমন্বয়ক সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- এক ম্যাচের জন্য যত টাকা নিলেন রাসেল-জেমস ভিন্স-টিম ডেভিড
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আহত সারজিস আলম
- বিপিএলের ৮ ম্যাচে ফিক্সিং সন্দেহ, ফিক্সিংয়ে সন্দেহভাজন ক্রিকেটারদের তালিকা প্রকাশ
- ফরচুন বরিশালের একাদশ
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুরের পর আজহারী স্ট্যাটাস
- বিপিএল ফাইনাল ম্যাচের সময় সূচি
- ফাইনাল ম্যাচের জন্য ফরচুন বরিশালের একাদশ
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট
- গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ সাকিব
- কোয়ালিফায়ার ম্যাচের জন্য খুলনা টাইগার্সের সম্ভাব্য সেরা একাদশ
- ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ডিপজল গ্রেপ্তার