ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মিন্নির পক্ষে নেই কোনো আইনজীবী, মুখ খুললেন ব্যারিস্টার সুমন

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ১৯ ১২:৪৪:৫৭
মিন্নির পক্ষে নেই কোনো আইনজীবী, মুখ খুললেন ব্যারিস্টার সুমন

মিন্নির মা'মলাও যদি হাইকোর্টে আসে, আমা'র সহযোগিতা দরকার পড়ে, সেটা আমি করবো। তবে মিন্নির পক্ষে আইনি ল'ড়াইয়ের জন্য আইনজীবী না পাওয়া দুঃখজনক। তার পক্ষে কেউ না কেউ দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন, আমি ওখানকার আইনজীবী নই, সেখানে যাওয়ার মতো অবস্থানেও নেই আমি। চাইলে তো স্থানীয় আইনজীবীরা মিন্নির পক্ষে দাঁড়াতে পারেন।

আমাদের এখানে যু'দ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী পাওয়া যায়, গ্রেনেড হা'মলার আ'সামির পক্ষেও আইনজীবী পাওয়া যায়, আইনজীবীরা সেসব মা'মলা লড়তে যান, তাহলে মিন্নির পক্ষে আইনি ল'ড়াই করবেন না কেন? এখনো তার বি'রুদ্ধে অ'প'রাধ প্রমাণিত হয়নি। সিনিয়র আইনজীবীরা না হলেও জুনিয়রদেরও তো তার পক্ষে ল'ড়ার কথা। আমি জানি না কেন, কী' কারণে মিন্নির পক্ষে আইনি ল'ড়াইয়ে কাউকে পাওয়া যাচ্ছে না।

আইনে আছে, আ'সামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে সরকার তার পক্ষে কাউকে নিয়োগ দেবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে