ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

অবশেষে ৫ দিনের রিমান্ডে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ১৭ ১৬:৩৫:১০
অবশেষে ৫ দিনের রিমান্ডে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি

আজ ১৭ জুলাই বুধবার বিকেল ৩টার দিকে বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নিকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে মিন্নির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মুন্নিকে গ্রেফতার দেখানো হয়। তারও আগে ওই দিন সকাল ১০টার দিকে তাকে তার মাইঠা এলাকার বাসা থেকে পুলিশ লাইনসে নিয়ে আসা হয়। তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরও সে সময় তার সাথে ছিলেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়।

এ সময় সারারাত মিন্নিকে কোথায় রাখা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাজাহান হোসেন জানান, আইনগত নিয়মকানুন মেনেই মিন্নিকে যথাস্থানে রাখা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে