ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এইচএসসির ফল প্রকাশ, সারা দেশে পাসের হার ৭৩.৯৩ শতাংশ

শিক্ষা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ১৭ ১১:৪৫:২৫
এইচএসসির ফল প্রকাশ, সারা দেশে পাসের হার ৭৩.৯৩ শতাংশ

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এবার প্রশ্নফাঁসের অভিযোগ ছাড়াই অত্যন্ত সুষ্ঠুভাবে সাধারণ আটটি বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। তবে এ জন্য শিক্ষার্থীদের দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল ফল জানা যাবে দুপুর ১টায়। আর মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এবং অনলাইনে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারেও পাওয়া যাবে ফল।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে আর ১২-২১ মে পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। ৯ হাজার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন, মাদরাসা বোর্জের অধীনে ৮৮ হাজার ৪৫১ এবং কারিগরিতে (বিএম) ১ লাখ ২৪ হাজার ২৬৪ পরীক্ষার্থী ছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে