ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

এবার যে জনপ্রিয় নায়কের বিরুদ্ধে অভিযোগ তুললেন মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ১৬ ১৯:৪৯:২৮
এবার যে জনপ্রিয় নায়কের বিরুদ্ধে অভিযোগ তুললেন মৌসুমী হামিদ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার রানার আপ হয়ে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কাজ করেছেন ছোট ও বড় দুই পর্দাতেই। অসংখ্য নাটক-টেলিফিল্মের পাশাপাশি তিনি অভিনয় করেছেন হাফ ডজনের বেশি সিনেমায়।

সম্প্রতি মৌসুমী হামিদ এসেছিলেন নিউজজি’র নিয়মিত সেলিব্রেটি শো ‘স্টার টক’-এ। সেখানে নিউজজি’র বিনোদন সম্পাদক মনজু আহমেদ-এর উপস্থাপনায় দেশের নাটক, সিনেমা ও নিজের কেরিয়ার নিয়ে অনেক গল্প করেন।

গল্প-আড্ডার এক পর্যায়ে মৌসুমী হামিদের কণ্ঠে ক্ষুব্ধ স্বর শোনা যায়। দেশের একজন জনপ্রিয় অভিনেতার দিকে ইঙ্গিত করে তিনি বি***** কিছু কথা বলেছেন। তিনি জানান, ওই অভিনেতা কখনোই চান না, তার চেয়ে কেউ ভালো অভিনয় করুক। সেজন্য তিনি অনেককেই তার সঙ্গে সহকর্মী হিসেবে নেন না।

মৌসুমী হামিদ বলেন, আমি গত তিন বছর ধরে এটা মোকাবেলা করে আসছি। নাম বলব না, তবে আমি বিষয়টা বলতে চাই। জানি বিষয়টা বিতর্কিত হয়ে যাবে। তবুও বলছি, কারণ আমি হতাশ। আমি ১০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কম ক*ষ্ট করিনি। তোমারও (এই সময়ের জনপ্রিয় একজন অভিনেতা) একটা সময় অনেক ক*ষ্ট করতে হয়েছে। তোমার উঠে আসার সময়টা যেমন আমি দেখেছি, আমারটাও তুমি দেখেছো। তোমার সঙ্গে আমার কোনো সমস্যাও হয়নি কখনো। তাহলে সেই জায়গায় তুমি তো এটা বলতে পারো না যে, ‘আমি ওর সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করি না।’

শুধু একটি নাটকেই নয়, এমন ঘটনা অনেকবার হয়েছে বলেও জানালেন মৌসুমী হামিদ। কোনো কোনো সময় শুটিংয়ের তিন-চার দিন আগেও হুট করে তাকে (মৌসুমী হামিদ) নাটক থেকে বাদ দেয়া হয়েছে। এর পেছনে ওই অভিনেতার ইচ্ছাই নাকি প্রধান কারণ।

মৌসুমী হামিদ বলেন, ‘তুমি (জনপ্রিয় সেই অভিনেতা) আমার সঙ্গে কাজ করবা না, সেটা ঠিক আছে। তোমার যেমন একটা সার্কেল আছে, আমারও আছে। আমারও কিছু পরিচালক আছেন, যারা আমার অভিনয় পছন্দ করেন। এখন তুমি আমার সঙ্গে কাজ করতে না চাও, কিন্তু আমার রিজিক তো নষ্ট করতে পারো না। আমি তো তোমার সহকর্মী। এটা আমার পেশা। এখান থেকে রোজগার করে তুমি খাও, আমি খাই। তো তুমি যখন আমার সহকর্মী হয়েও আমার রিজিক নষ্ট করতেছো, এটা খুবই দুঃখজনক!’

গুণী এই অভিনেত্রী ক্ষোভের সুরে আরও বলেন, ‘এটা হচ্ছে তার অনিরাপত্তাবোধ। সে কখনোই চায় না তার সঙ্গে একই পর্দায় তার চেয়ে কেউ ভালো অভিনয় করুক। সাধারণত মেয়েদের মধ্যে এই ব্যাপারটা থাকে। যেটাকে ‘ক্যাট ফাইট’ বলা হয়। একটা মেয়ে আরেকটা মেয়ের অভিনয় দেখে হিংসা করে। কিন্তু সে একজন ছেলে হয়ে কীভাবে একটা মেয়ের অভিনয় নিয়ে এমন হিংসাত্মক আচরণ করে!’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে